জুলাই আন্দোলনের সময় মিরপুরে মাহফুজ আলম শ্রাবণ হত্যাকাণ্ডের ঘটনায় অভিনেতা ইরেশ যাকের (Iresh Zaker) সহ ৪০৮ জনের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘বিরক্তিকর’ বলে অভিহিত করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী (Mostofa Sarwar Farooki)। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ফারুকী বলেন, “আমি ইরেশ যাকেরকে ব্যক্তিগতভাবে চিনি। তিনি জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। মামলাটি যে হয়েছে, তা গভীরভাবে বিরক্তিকর।” তিনি আরও যোগ করেন, পুলিশ সঠিক তদন্ত করবে এবং সত্য-মিথ্যা যাচাই করে যথাযথ ব্যবস্থা নেবে।
এক প্রশ্নের জবাবে ফারুকী ব্যাখ্যা করেন, “এই মামলাটি রাষ্ট্রপক্ষের করা নয়; এটি করেছেন একজন ব্যক্তি। বর্তমানে মানুষ মামলা করার স্বাধীনতা ভোগ করছে, তবে কেউ কেউ এর অপব্যবহারও করছে।”
মামলার প্রেক্ষাপটে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে ফারুকী বলেন, “আমি এখন সরকারের অংশ। আগে অ্যাক্টিভিস্ট ছিলাম, তখন আরও খোলামেলা কথা বলতে পারতাম।” ইরেশ যাকেরের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি জানান, “ইরেশ যাকেরের চরিত্র সম্পর্কে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, এবং তিনি এই আন্দোলনের সময় সরাসরি সম্পৃক্ত ছিলেন।”
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে মাহফুজ আলম শ্রাবণ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত ২০ এপ্রিল একটি মামলা দায়ের করা হয়। মামলাটি করেন শ্রাবণের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী (Mostafizur Rahman Bappi)। মামলায় ইরেশ যাকেরসহ মোট ৪০৮ জনকে আসামি করা হয়েছে।