অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান (Muhammad Fauzul Kabir Khan) এর একান্ত সচিব (পিএস) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ৬ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করে। তবে বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এসেছে।
প্রজ্ঞাপনে হাসনাত মোর্শেদকে সরানোর সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। উল্লেখযোগ্য যে, বিসিএস ২৮তম ব্যাচের এই কর্মকর্তা মাত্র আট মাস আগে, গত বছরের ১৮ আগস্ট, ফাওজুল কবির খানের পিএস হিসেবে নিয়োগ পেয়েছিলেন। নিয়োগপত্রে বলা হয়েছিল, উপদেষ্টা পদে থাকার সময়কাল বা তার ইচ্ছানুযায়ী পিএস পদে দায়িত্ব পালন করবেন তিনি।
এর আগে, অন্তর্বর্তী সরকারের অন্য দুই উপদেষ্টার ঘনিষ্ঠ সহকারীদেরও অব্যাহতি দেওয়া হয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া (Asif Mahmud Bhuiyan) এর এপিএস মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম (Nurjahan Begum) এর পিও তুহিন ফারাবিকেও সরানো হয়েছে।
এদের বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে, এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) (Anti-Corruption Commission) ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। এসব ঘটনাকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আশপাশের ব্যক্তিদের নিয়োগ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের পছন্দ অনুযায়ী উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের মধ্য থেকে তাদের একান্ত সচিব নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে সাম্প্রতিক বদলি ও অব্যাহতির ঘটনাগুলো নতুন করে আলোচনায় এসেছে।