বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত মুখ উমামা ফাতেমা (Umama Fatema) আজ (২৯ এপ্রিল) তাঁর ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টের মাধ্যমে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, তিনি নতুন রাজনৈতিক দল এনসিপি (NCP)-এর সাথে কোনো ধরনের ব্যক্তিগত সম্পৃক্ততা রাখেন না।
ফেসবুক পোস্টে উমামা লেখেন, “সবার উদ্দেশ্যে একটা ছোট ঘোষণা, আমি নতুন রাজনৈতিক দল এনসিপির সাথে সম্পৃক্ত নই। আমার অনেক পরিচিত ব্যক্তি এই দলটির সাথে জড়িত থাকলেও, আমি নিজে ব্যক্তিগতভাবে কোনো সংশ্লিষ্টতা রাখি না।”
তিনি আরো অনুরোধ জানান, এনসিপি সংক্রান্ত কোনো পরামর্শ, সাংগঠনিক আলোচনা বা প্রস্তাবনা যেন তাঁর কাছে পাঠানো না হয়। তার ভাষায়, “এতে আপনার, আমার দুইজনেরই সময় বাঁচবে।”
উমামা ফাতেমার এই স্পষ্ট অবস্থান বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই তাঁর এই পোস্ট ঘিরে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এনসিপি গঠনের সময় থেকে ছাত্র ও তরুণদের একাংশের মধ্যে জল্পনা-কল্পনা চলছিল, উমামা হয়তো কোনোভাবে যুক্ত আছেন। আজকের ঘোষণায় এসব গুঞ্জনের ইতি টানলেন তিনি নিজেই।
এনসিপি (NCP) নামের নতুন রাজনৈতিক দলটি সম্প্রতি তরুণদের মধ্যে আলোচনায় উঠে এসেছে। দলে বেশ কয়েকজন তরুণ নেতা ও সমাজকর্মী যুক্ত হয়েছেন বলে জানা গেছে। উমামা ফাতেমা যদিও বিভিন্ন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম মুখপাত্র হিসেবে সুপরিচিত, তবে নিজেকে কোনো রাজনৈতিক দলের সাথে জড়ানোর ক্ষেত্রে বরাবরই সতর্কতা অবলম্বন করে এসেছেন।
তাঁর এই ঘোষণার পর অনেকেই সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন, ব্যক্তিগত বিশ্বাস এবং রাজনৈতিক পরিচয় আলাদা রাখার এই সিদ্ধান্ত সময়োপযোগী এবং সাহসিকতার পরিচায়ক।