ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ (Professor Ali Riaz) ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে হওয়া আলোচনার সারসংক্ষেপ কমিশন প্রধানের কাছে উপস্থাপন করেছেন। তার সঙ্গে আলোচনায় অংশ নেন কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার (Dr. Badiul Alam Majumdar), ড. ইফতেখারুজ্জামান (Dr. Iftekharuzzaman), বিচারপতি এমদাদুল হক (Justice Emdadul Haque) এবং সফর রাজ হোসেন।
সভায় রাজনৈতিক সংলাপের ভিত্তিতে পরবর্তী করণীয় নির্ধারণের জন্য প্রধান উপদেষ্টা দিকনির্দেশনা প্রদান করেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল (Dr. Asif Nazrul), শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র (Adilur Rahman Khan Shuvro) এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
বৈঠকের মূল আলোচনায় ছিল রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া বিশ্লেষণ এবং কমিশনের পরবর্তী কৌশল নির্ধারণ। অংশগ্রহণকারী উপদেষ্টারা তাঁদের নিজ নিজ পর্যবেক্ষণ শেয়ার করেন এবং ঐক্যমত্য গঠনের প্রক্রিয়া কীভাবে আরও শক্তিশালী করা যায় সে বিষয়ে মতামত দেন। প্রধান উপদেষ্টার তরফ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়— জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দ্রুত কার্যকর সমাধানে পৌঁছাতে হবে।
সভা শেষে উপস্থিত সদস্যরা জানান, বিভিন্ন স্তরের আলাপ-আলোচনার ফলাফল আশাব্যঞ্জক হলেও এখনো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে অধিকতর সমঝোতা প্রয়োজন। আগামী দিনে আরো ঘনিষ্ঠ পরামর্শ এবং দলগুলোর সঙ্গে নিবিড় সংলাপের প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।
আলোচনা শেষ হয় একটি সম্মিলিত অঙ্গীকারের মাধ্যমে— ঐকমত্য অর্জনের প্রচেষ্টায় কোনো ফাঁক ফোকর রাখা হবে না এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সবার সর্বোচ্চ উদ্যোগ অব্যাহত থাকবে।