ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা কারও জন্যই মঙ্গলজনক হবে না বলে সতর্ক করে দিয়েছেন ডা. শফিকুর রহমান (Dr. Shafiqur Rahman)। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে দুই দেশের মধ্যে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে বুধবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার পোস্টে উল্লেখ করেন, সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ পর্যটক প্রাণ হারান। সেই ঘটনার রেশ ধরেই ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে, যা কোনো পক্ষের জন্যই শুভ হবে না।
তিনি জোর দিয়ে বলেন, এ ধরনের ঘটনায় আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত হওয়া আবশ্যক। একইসঙ্গে, দুই দেশকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে আহ্বান জানান তিনি।
পোস্টের শেষাংশে ডা. শফিকুর রহমান বলেন, “দিনশেষে যুদ্ধ কখনো কারও কল্যাণ বয়ে আনবে না।” তিনি আন্তরিকভাবে কাশ্মীরবাসীর দীর্ঘদিনের সমস্যা সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন এবং অবিলম্বে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান।