পাকিস্তানের দাবি: ভারতীয় রাফালে ভূপাতিত, বিবিসির যাচাইয়ে মিলল প্রমাণ

পাকিস্তানের সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, মঙ্গলবার দিবাগত রাতে তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। যদিও ভারত সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি, তবে আন্তর্জাতিক তদন্ত সংস্থা বিবিসি ভেরিফাই (BBC Verify) ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও যাচাই করে তিনটি ভিডিওর সত্যতা নিশ্চিত করেছে, যেখানে ভারতের ব্যবহৃত ফরাসি নির্মিত রাফালে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ দেখা গেছে।

একটি ভিডিওতে দেখা যায়, ভারতের পাঞ্জাব রাজ্যের ভাঠিণ্ডা শহরের কাছে এক মাঠে সেনা সদস্যরা ধ্বংসপ্রাপ্ত বিমানের টুকরো সংগ্রহ করছেন। ‘বিবিসি ভেরিফাই’ টিম জিওলোকেশন প্রযুক্তি ব্যবহার করে নিশ্চিত করেছে যে, ভিডিওটির অবস্থান সঠিক। অন্য দুটি ভিডিও রাতের বেলা ধারণ করা—একটিতে একটি জ্বলন্ত বস্তু আকাশ থেকে পতিত হয়ে ভূমিতে আগুন ধরে যাওয়ার দৃশ্য দেখা যায়, অপরটিতে খোলা মাঠে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ দেখা গেছে।

ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা এবং ঝুঁকি বিশ্লেষণ প্রতিষ্ঠান সিবিলিন (Sibylline)-এর প্রধান জাস্টিন ক্রাম্প বলেন, ফুটেজে দেখা ধ্বংসাবশেষটি একটি ফরাসি নির্মিত এয়ার-টু-এয়ার মিসাইল, যা মিরাজ ২০০০ এবং রাফালে উভয় যুদ্ধবিমানে ব্যবহৃত হয়ে থাকে। এ ছাড়া সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে একটি বিমানের টেইল ফিনে ‘বিএস০০১’ এবং ‘রাফালে’ লেখাও দেখা গেছে।

গুগলের রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে পরীক্ষা করে দেখা গেছে, এই ছবিটির পূর্বে কোনো অনলাইন রেকর্ড পাওয়া যায়নি। এর ফলে ধারণা করা হচ্ছে, ছবিটি সাম্প্রতিক সময়েরই।

যদিও ভারত সরকার এখনো আনুষ্ঠানিকভাবে ভূপাতিত বিমানের বিষয়ে মুখ খুলেনি, তবুও বিবিসির যাচাইকৃত ভিডিও ও ছবিগুলো পাকিস্তানের দাবির পক্ষে এক ধরনের অকাঠ্য প্রমাণ হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেলে, সেই বিষয়েও পরে আপডেট দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *