সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ (Md. Abdul Hamid) এর বিদেশ গমন নিয়ে ওঠা প্রশ্নের প্রেক্ষিতে তদন্তে তিন সদস্যবিশিষ্ট উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। রোববার (১১ মে) শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার (C R Abrar) কে সভাপতি করে এ কমিটি গঠনের ঘোষণা দেয় প্রেস উইং।
কমিটির অন্য দুই সদস্য হলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান (Syeda Rizwana Hasan) এবং নৌ-পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন (Dr. M Sakhawat Hossain)।
প্রেস বার্তায় জানানো হয়, তদন্ত কমিটি আগামী ১৫ দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে। কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে—৭ মে দিবাগত রাতে আবদুল হামিদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ব্যাংকক যাত্রার প্রক্রিয়া পর্যালোচনা করা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি বা ব্যত্যয় ছিল কিনা তা নির্ধারণ করা এবং দায়িত্ব পালনে ব্যর্থদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে সে বিষয়ে সুপারিশ প্রদান করা।
কমিটি প্রয়োজনীয় দলিলপত্র ও সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের সম্পূর্ণ অধিকার পাবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎ গ্রহণসহ বিভিন্ন সংস্থা কমিটির নির্দেশনা অনুসরণে বাধ্য থাকবে। তদন্ত প্রক্রিয়ায় সাচিবিক সহায়তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ৭ মে রাত ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন এবং রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংকক গমন করেন। তার এই সফর ও দেশত্যাগ প্রক্রিয়া ঘিরে প্রশাসন ও রাজনীতিতে নানা প্রশ্ন দেখা দেয়, যার পরিপ্রেক্ষিতেই এ তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।