ফ্যাসিস্টবিরোধী ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে নতুন এক বার্তা দিলেন আব্দুল হান্নান মাসউদ (Abdul Hannan Masud)। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক রবিবার (১১ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক আবেগঘন পোস্টে লেখেন—“দয়া করে আওয়ামী বাইনারিগুলো প্রচার করে বিভেদে জড়াবেন না। ঐক্যের সময়ে বিভেদ চাই না।”
ফেসবুক পোস্টে মাসউদ সরাসরি নাম না করেই রাজনৈতিক বিভাজনের সমালোচনা করেন এবং বৃহত্তর ঐক্যের প্রয়োজনীয়তা জোর দিয়ে বলেন, “ফ্যাসিস্টবিরোধী ঐক্য যে কোনো মূল্যে আমাদের আরও দৃঢ় করতে হবে।”
তিনি হুঁশিয়ার করেন, আসল সংগ্রাম এখনও বাকি, এবং তা কেবল এসি রুমে বসে টের পাওয়া সম্ভব নয়। তার কথায়, “সামনে বহু লড়াই বাকি। এসি রুমে বসে যদি ফিল করতে না পারেন, তাহলে বের হয়ে শহরের বস্তিগুলোতে এসে ঘুরে যান।”
তার আহ্বান, বাস্তব জীবনের কষ্ট বোঝার জন্য মাঠে নামা দরকার। “নদীভাঙনে ঘরবাড়িহারা মানুষগুলোকে দেখতে আসুন, ফুটপাতে শুয়ে থাকা সর্বস্বহীন মানুষগুলোর গল্প শুনুন।”
মাসউদের মতে, এ বিপ্লব কেবল কোনো এক শ্রেণি বা দলের না—এটি সর্বশ্রেণির মানুষের সংগ্রাম। পোস্টের শেষদিকে তিনি বলেন, “এই বিপ্লব কারো একার না, নিম্নবিত্ত-মধ্যবিত্ত-উচ্চবিত্ত সকল শ্রেণি-পেশার, যেখানে রাজনৈতিক কোনো বাইনারি ন্যূনতম ফারাক তৈরি করতে পারেনি।”
তাঁর এই বক্তব্য সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন, রাজনীতিতে যখন দ্বন্দ্ব বাড়ছে, তখন এমন একটি একতামূলক বক্তব্য নতুন পথ দেখাতে পারে।