আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং খ্যাতিমান কণ্ঠশিল্পী মমতাজ বেগম (Mumtaz Begum)–কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (Dhaka Metropolitan Detective Branch)।
সোমবার (১২ মে) রাত প্রায় ১১টা ৪৫ মিনিটে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনে অবস্থিত একটি বাসা থেকে তাকে আটক করা হয়। ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম (Nasirul Islam) গণমাধ্যমকে জানিয়েছেন, মমতাজ বেগমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে খুনের মামলাও রয়েছে।
গ্রেপ্তারের সময় তিনি বাসায় অবস্থান করছিলেন। ডিবি সদস্যরা রাত সাড়ে ১১টার কিছু পর অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেন। পরে তাকে সরাসরি ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
লোকসংগীতের অঙ্গনে দীর্ঘদিন ধরে রাজত্ব করা মমতাজ বেগম মানিকগঞ্জ-২ আসন থেকে একাধিকবার আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তাঁর সংগীত জীবন যেমন জনপ্রিয়তায় ভরা, তেমনি রাজনৈতিক ক্যারিয়ারও ছিল আলোচিত। তবে সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে একাধিক মামলার বিষয়টি প্রকাশ্যে আসায় নতুন করে বিতর্কের মুখে পড়লেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী।
এই ঘটনায় দেশের সাংস্কৃতিক অঙ্গন ও রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মমতাজ বেগমের গ্রেপ্তারে বিস্ময় প্রকাশ করেছেন, আবার কেউ কেউ আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, ‘আইন সবার জন্য সমান।’