যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন সজীব ওয়াজেদ জয় (Sajeeb Wazed Joy), যিনি বাংলাদেশের সাবেক আওয়ামী লীগ সরকারের তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা এবং শেখ হাসিনা (Sheikh Hasina)-র পুত্র। নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ইউএস সিটিজেনশিপ সেন্টারে তিনি নাগরিকত্বের শপথ গ্রহণ করেন এবং পরে নাগরিকত্ব সার্টিফিকেট সংগ্রহ করেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্টের জন্য আবেদনও করেছেন।
জানা গেছে, ওই অনুষ্ঠানে বিভিন্ন দেশের মোট ২২ জন অংশগ্রহণ করেন। এদের মধ্যে তিনজন ছিলেন বাংলাদেশি, যাদের একজন সজীব ওয়াজেদ জয়। অনুষ্ঠানে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, জয় তার সাথে একজন আইনজীবীও নিয়ে আসেন। শপথগ্রহণের সময় প্রথমে ‘A’ দিয়ে শুরু হওয়া দেশের নাম ডাকা হয় এবং এরপরই ‘B’ দিয়ে শুরু হওয়া বাংলাদেশের নাম আসে। বাংলাদেশের তিনজন অংশগ্রহণকারীর মধ্যে জয় দ্বিতীয় ব্যক্তি হিসেবে শপথ নেন।
এদিকে, মাত্র কিছুদিন আগেই, ২৪ এপ্রিল তারিখে, সজীব ওয়াজেদ জয় তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ্যে দাবি করেছিলেন—”আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই। যুক্তরাষ্ট্রে আমার স্থায়ীভাবে বসবাসের অনুমতি আছে। গর্বের সাথে আমার সবুজ বাংলাদেশি পাসপোর্ট দিয়েই আমি যাতায়াত করি।” তার সেই ঘোষণার পর নাগরিকত্ব গ্রহণের ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে রাজনৈতিক মহলে এবং সামাজিক মাধ্যমে।
অনেক বিশ্লেষকের মতে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশত্যাগে বাধ্য হওয়া স্বৈরাচারী সরকার সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের বিদেশে পাড়ি জমানো কোনো নতুন ঘটনা নয়। তবে সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ বাংলাদেশের বর্তমান রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন অনেকে।