বোতল নিক্ষেপকারী সেই জবি শিক্ষার্থীকে ‘বাসায় আসার দাওয়াত’ দিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর পানির বোতল নিক্ষেপের ঘটনায় আটক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশতিয়াক হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (DB)। তবে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে—তদন্ত শেষে ওই শিক্ষার্থীকে নিজ বাসায় আমন্ত্রণ জানিয়েছেন স্বয়ং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম নিজেই।

খবর পেয়ে মাহফুজ আলম নিজে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে গিয়ে তার সাথে কথা বলেন এবং ছেলেটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন। সেখানে তার পক্ষ থেকে আসে সরল অথচ বার্তাবাহী আমন্ত্রণ—“বাসায় এসো”। একটি উত্তপ্ত ঘটনার পর এমন মানবিক আচরণ অনেককেই বিস্মিত করেছে।

এর আগে বৃহস্পতিবার রাতে পুলিশের গোয়েন্দা বিভাগ রাজধানীর একটি স্থান থেকে ইশতিয়াককে আটক করে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বোতল নিক্ষেপকারী হিসেবে তাকে শনাক্ত করা হয়। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী বলে নিশ্চিত করে ডিবি।

ঘটনার সূত্রপাত ১৪ মে রাতে, যখন চার দফা দাবিতে আন্দোলনরত জবি শিক্ষার্থীদের সঙ্গে সংলাপে অংশ নিতে কাকরাইল মসজিদের সামনে যান তথ্য উপদেষ্টা। পুলিশের ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় একটি পানির বোতল তার মাথায় আঘাত করে। এরপর ব্যাপক সমালোচনার মধ্য দিয়ে অভিযান চালিয়ে ইশতিয়াককে আটক করে গোয়েন্দারা।

তবে গ্রেফতারের খবর প্রকাশের পরপরই উত্তাল হয়ে ওঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা স্লোগান দিতে শুরু করে—“আমার ভাইয়ের কিছু হলে, ডিবি অফিস ঘেরাও হবে”, “বিপ্লবে বলিয়ান, নির্ভীক জবিয়ান”। ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।

জবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল আরিফিন বলেন, “আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, ইশতিয়াকের কোনো ক্ষতি হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।”

মানবিক গুণাবলী ও রাজনৈতিক পরিপক্বতার দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করছেন অনেকে উপদেষ্টা মাহফুজ আলমের ওই আমন্ত্রণকে। গোয়েন্দা জিজ্ঞাসাবাদ শেষে বিদ্বেষ বা প্রতিহিংসা নয়, বরং ঘরে ডেকে নেওয়ার মতো আচরণে ইতিবাচক বার্তা দিয়েছে অন্তর্বর্তী সরকারপক্ষ।

তবে শিক্ষার্থীরা এখনো সরব—তাদের দাবি, আন্দোলন দমন বা হয়রানি নয়, বরং সমস্যার স্থায়ী সমাধান দরকার। বোতল নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে কোনো শিক্ষার্থীর ওপর দমনমূলক ব্যবস্থা নিলে তা গণআন্দোলনে রূপ নিতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে বিভিন্ন ছাত্রসংগঠন।

এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা হল, নিরাপত্তা ও শিক্ষা পরিবেশ উন্নয়নসহ চার দফা দাবিতে ১৪ মে থেকে লাগাতার কর্মসূচি পালন করে আসছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *