যুবকদের আরেকবার এগিয়ে আসার আহবান জামায়াতে আমীরের

বাংলাদেশে এক মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে যুবকদের ভূমিকার উপর জোর দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান (Shafiqur Rahman)। তিনি বলেছেন, “এই ঘুণে ধরা বেতমিজ সমাজকে বদলাতে হলে যুবসমাজকেই আরেকবার অগ্রণী ভূমিকা নিতে হবে।”

শনিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে তালতলা হালিম ফাউন্ডেশন স্কুল প্রাঙ্গণে জামায়াতে ইসলামী (Jamaat-e-Islami) ঢাকা মহানগরী উত্তরের কাফরুল দক্ষিণ থানা শাখার আয়োজিত সহযোগী সদস্য সমাবেশে তিনি এই আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে সভ্যতা, মানবিকতা এবং কোরআনের আদর্শ প্রতিষ্ঠিত থাকবে। আমাদের উত্তরসূরিরা যেন কোরআনিক ও মানবিক সমাজ পায়, সেই প্রশান্তি নিয়েই আমরা দুনিয়া থেকে বিদায় নিতে চাই।”

তিনি যুবসমাজের ভূমিকা প্রসঙ্গে বলেন, “দুনিয়ার ইতিহাসে কোনো সমাজ যুবকদের ছাড়া বদলায়নি। রাসুল (সা.)-এর পর সর্বশ্রেষ্ঠ শাসনব্যবস্থা ছিল খোলাফায়ে রাশেদীনের। আমরা চাই সেই আদলে কোরআনিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। যদি তা কায়েম হয়, ইনশাআল্লাহ যে দলই ক্ষমতায় থাকুক না কেন, সমাজে বিভেদ থাকবে না। সবাই সম্মান ও নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে।”

সমাজ গঠনের পথে ঐক্য ও সংঘবদ্ধতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “বাংলাদেশে যদি আবার এমন একটি শাসন ফিরে আসে, তা কল্পনাই করা যায় না কেমন হবে! তবে এমনিতেই তা আসবে না— ঘরে ঘরে আওয়াজ তুলতে হবে, সবাইকে সংগঠিত করতে হবে। শিষাঢালা প্রাচীর গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন (Mohammad Selim Uddin)। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ এবং সমাজের বিশিষ্টজনেরা সমাবেশে অংশ নেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *