জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party)-র সদস্য সচিব আখতার হোসেন ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ডাকযোগে পাঠানো এক চিঠিতে তাকে এবং তার প্রিয়জনদের “যেখানে পাবো, খুন করব” ধরনের হুমকি দেওয়া হয়। বিষয়টি শনিবার রাতে আখতার হোসেন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করে প্রকাশ্যে আনেন।
তিনি জানান, শুক্রবার (১৬ মে) তার গ্রামের বাড়িতে ডাকপিয়নের মাধ্যমে একটি চিঠি পৌঁছে যায়। চিঠিটি গ্রহণ করেন আখতারের বড় ভাই। প্রেরকের নাম উল্লেখ না থাকলেও ছদ্মনাম ব্যবহার করা হয়—‘বুলেট’।
আখতার লিখেছেন, “চিঠি পাওয়ার পর থেকে বাড়ির সবাই ভীত ও উদ্বিগ্ন। সরাসরি বলা হয়েছে—যেখানে পাবে, সেখানেই খুন করা হবে, নানাভাবে ঝামেলায় ফেলা হবে।” চিঠির ভাষা ও ভঙ্গি ছিল স্পষ্টতই হুমকিমূলক ও আতঙ্কসৃষ্টিকারী।
নিজের প্রতিক্রিয়ায় আখতার বলেন, “বোনাস লাইফ লিড করছি। মৃত্যু কয়েকবার এসে ফিরে গেছে। মরতে হতে পারি জেনেও প্রতিবাদের মঞ্চ ছেড়ে যাইনি, যাবও না। ইনশা আল্লাহ।”
তিনি দৃঢ়তার সঙ্গে জানান, এই হুমকি তাকে দমাতে পারবে না। বরং এমন ভয় দেখিয়ে তার আদর্শচ্যুতি ঘটানো সম্ভব নয়। বলেন, “আল্লাহ ভরসা।”
তবে কারা এই হুমকির পেছনে থাকতে পারে, তা স্পষ্ট করেননি আখতার হোসেন। এখনো পর্যন্ত কোনো মামলা বা আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত জানা যায়নি।
চিঠির এই হুমকি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দা জানান দলটির নেতাকর্মীরা। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন।