সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (General Waker-uz-Zaman)–কে ঘিরে সাম্প্রতিক সময়ে যেসব গুজব ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মাদ শফিকুল আলম (Mohammad Shafiqul Alam)।
মঙ্গলবার (২০ মে), নিউইয়র্ক সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) ঠিকানা টিভির আলোচিত টকশোতে সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের সঞ্চালনায় যুক্ত হয়ে তিনি বলেন, “এটি পিউর গুজব। যারা এসব কথা ছড়াচ্ছে, তারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে।”
তিনি স্পষ্টভাবে জানান, সেনাপ্রধানকে নিয়ে সম্প্রতি যে সব কথাবার্তা বা অনুমান ভেসে বেড়াচ্ছে, তার কোনও ভিত্তি নেই। বরং এর পেছনে রাজনৈতিক প্ররোচনার গন্ধ রয়েছে বলেই মনে করছেন তিনি।
তিনি বলেন, ‘এটি পিউর গুজব’। যারা এ ধরনের অপতথ্য ছড়াচ্ছে, তারা দেশকে অস্থিতিশীল তৈরি করতে চায়।
সেনাপ্রধান ও প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে প্রেস সচিব বলেন, “তাদের সম্পর্ক খুবই ভালো। মাসে এক-দুইবার জেনারেল ওয়াকার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। আবার স্যারও মাঝেমধ্যে এএফডি (AFD) তে যান। তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হয়। এমন পরিস্থিতিতে দূরত্বের বা মতপার্থক্যের প্রশ্নই আসে না।”
এই বক্তব্যের মাধ্যমে মূলত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুজবের জবাব দিয়েছেন তিনি। সেনাপ্রধান ও ড. ইউনূসের সম্পর্কের বিষয়ে স্পষ্টতা এনে সরকারের পক্ষ থেকে একটি নির্ভরযোগ্য বার্তাও দিয়েছেন প্রেস সচিব।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের গুজব ছড়িয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে। সরকারও এখন বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। সামাজিক মাধ্যমে তথ্য যাচাই না করে শেয়ার না করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।