অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টার প্রতি সরাসরি পদত্যাগের আহ্বান জানিয়ে রাজনৈতিক সৌজন্য ও গণতান্ত্রিক মূল্যবোধের বার্তা দিয়েছেন ইশরাক হোসেন (Ishraq Hossain)। আজ বুধবার সকাল ৮টা ৫২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (Asif Mahmud Sajib Bhuiyan) ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম (Mahfuz Alam)-এর এখনই দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত।
ইশরাক বলেন, “গণতান্ত্রিক ভাষায়, রাজনৈতিক শিষ্টাচার মেনে যৌক্তিক কারণেই আপনাদের পদত্যাগ করা উচিত। আপনারা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত, এবং ভবিষ্যতে সরাসরি রাজনীতিতে অংশ নেওয়ার সম্ভাবনাও স্পষ্ট। এমন পরিস্থিতিতে আপনাদের পদে থাকা রাজনৈতিক বিতর্ককে আরও জোরদার করবে।”
তিনি আরও বলেন, “আপনাদেরই সহকর্মী নাহিদ ইসলাম যেভাবে সময় থাকতে পদত্যাগ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আপনারাও সেই পথ অনুসরণ করতে পারেন। নাহিদ ইসলাম চাইলে মন্ত্রিত্ব কিছুদিন চালিয়ে গিয়ে পরে এনসিপিতে যোগ দিতে পারতেন, কিন্তু তিনি রাজনীতিকে গুরুত্ব দিয়ে আগেভাগেই সিদ্ধান্ত নিয়েছেন। অতীতেও অনেকের কাছে ক্ষমতা আসার সুযোগ ছিল, যেমন সার্জিস আলম বা হাসনাত আবদুল্লাহদের। কিন্তু তারা রাজনীতি করার নৈতিক অবস্থান থেকে অন্য পথ বেছে নিয়েছেন।”
সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে উপদেষ্টাদের পদত্যাগ জরুরি বলে মনে করেন ইশরাক। তার ভাষায়, “আপনারা যদি পদত্যাগ করেন, তাহলে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার ইমেজ বাড়বে। আর যদি ক্ষমতায় থাকেন, তাহলে স্বাভাবিকভাবেই দলীয় সুবিধা দিতে বাধ্য হবেন। সেটা থেকে বিরত থাকার বা শতভাগ নিরপেক্ষ থাকার সম্ভাবনা নেই, কারও পক্ষেই সম্ভব নয়। কাঁঠাল ভাঙবে আপনাদের মাথায়, খাবে অন্যরা।”
রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সরাসরি রাজনীতিতে যোগ দিন, সাংগঠনিক অভিজ্ঞতা অর্জন করুন। তবেই জনগণকে ভালো কিছু দিতে পারবেন। এখন যদি আপনারা রাজনীতি করেন, সেটা অন্তত খোলাখুলি হবে। আর ক্ষমতা আঁকড়ে ধরে থাকলে সন্দেহ আর প্রশ্ন থেকেই যাবে।”
সমালোচনার জবাবে ইশরাক বলেন, “আপনারা বলতেই পারেন যে আমি নীতির কথা বলছি অথচ আমিও একসময় ক্ষমতার জন্য আন্দোলনে নেমেছিলাম। আমিও কঠিন সমালোচনার শিকার হয়েছি। কিন্তু বিশ্বাস করি, দেশের জন্য দরকার ছিলো মানুষকে বোঝানো যে আপনাদের ভুল পথে চালানো হচ্ছে। আমি বাধার মুখে পড়েছি, কিন্তু এটা যৌথ সিদ্ধান্তের ফল। সেই পলিসিতে আপনারাও ব্যবহার হচ্ছেন।”
তিনি স্ট্যাটাসের শেষাংশে আরও বলেন, “আগের বন্দোবস্তই চলছে, বরং আরও সুসংহত হচ্ছে। আপনাদের পদত্যাগের দাবী থেকে সরে আসার কোনো সুযোগ নেই। প্রশ্ন জাগে—আপনারাই বা কেন থেকে যেতে চাইছেন?”
ইশরাকের এই আহ্বান শুধু উপদেষ্টাদের প্রতি নয়, বরং পুরো অন্তর্বর্তী সরকার কাঠামোর স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়েও একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।