মাদক বিতর্কে অব্যাহতির পর পুনর্বাসন—চট্টগ্রামে ফের দলে ফিরলেন ফাতেমা খানম লিজা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (Anti-Discrimination Student Movement) চট্টগ্রাম মহানগর কমিটির বিতর্কিত সাবেক মুখপাত্র ফাতেমা খানম লিজা (Fatema Khanam Liza) ফের সংগঠনে ফিরেছেন। এক সপ্তাহ আগে মাদক সেবন ও ‘অনিয়ন্ত্রিত জীবনযাপন’-এর অভিযোগে যিনি অব্যাহতি পেয়েছিলেন, তাকেই এবার নতুন করে সাংগঠনিক দায়িত্ব পালনের অনুমতি দিয়েছে সংগঠনটি।

শনিবার (২৪ মে) রাতে আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজাম উদ্দিনের যৌথ স্বাক্ষরে প্রকাশিত এক বিবৃতিতে লিজার পুনরায় অন্তর্ভুক্তির কথা জানানো হয়। এতে বলা হয়, “সাংগঠনিক বিবেচনায় এবং সাম্প্রতিক পর্যালোচনার ভিত্তিতে ফাতেমা খানম লিজাকে দলে অন্তর্ভুক্ত করা হচ্ছে। সেইসঙ্গে তাকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়িত্বও দেওয়া হলো।”

লিজার প্রতি এই হঠাৎ নমনীয়তার পেছনে সংগঠনের অভ্যন্তরীণ চাপ ও বিভাজনের ইঙ্গিতও খুঁজে পাচ্ছেন কেউ কেউ।

বিতর্কিত ছবি-ভিডিও ঘিরে বহিষ্কার

ঠিক এক সপ্তাহ আগেই, ১৭ মে তারিখে এক ঘোষণায় ফাতেমা খানম লিজাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। তখন বলা হয়েছিল, “সম্প্রতি লিজার মাদক সেবনের ছবি ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।”

এই ঘটনার সূত্র ধরে সংগঠনটি তাকে তাৎক্ষণিকভাবে মুখপাত্র পদ থেকে অব্যাহতি দেয়। ওই ঘোষণায় আরও বলা হয়েছিল, “জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্ত ও ত্যাগের ভিত্তিতে গঠিত একটি সংগঠনের প্রতিনিধির এমন আচরণ জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।”

সামাজিক প্রতিক্রিয়া ও দলীয় সংকট

ফাতেমা খানম লিজার বিতর্কিত ছবি-ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সংগঠনের ভাবমূর্তি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকে দাবি করেন, সংগঠনের একজন দায়িত্বশীল নেত্রীর এমন আচরণ সংগঠনের মূল আদর্শের পরিপন্থী।

তবে তার ফেরার খবরে সংগঠনের ভেতরেও মতভেদ তৈরি হয়েছে বলে জানা গেছে। একাংশ মনে করছে, রাজনৈতিক বা গোষ্ঠীগত সমর্থনের ফলেই লিজার পক্ষে এই সিদ্ধান্ত এসেছে। অন্যদিকে, কিছু নেতা এটিকে ‘সংশোধনের সুযোগ’ হিসেবে দেখছেন।

এখন দেখার বিষয়, বিতর্ক ছাপিয়ে ফাতেমা খানম লিজা কীভাবে দলীয় দায়িত্ব সামলান এবং সংগঠনের মূল স্রোতের সঙ্গে নিজেকে কতটা খাপ খাওয়াতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *