রাজধানীর ব্যস্ততম আগাসাদেক রোডে মঙ্গলবার (২৭ মে) রাত ১২টার পরপরই ঘটল চমকে দেওয়ার মতো এক অভিযান। বাংলাদেশ সেনাবাহিনীর ৭১ মেকানাইজড ব্রিগেডের অন্তর্গত ৫ বীর সাপোর্ট ব্যাটালিয়ন হঠাৎ করেই অভিযান চালায় সেখানে অবস্থিত পাঁচটি দোকানে। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অভিযানে সেনাবাহিনী জব্দ করে ১,৯৭৮ বোতল সালসা (নেশাজাতীয় পানীয়), একটি মোটরসাইকেল, নগদ ২০ হাজার টাকা এবং মাদক বিক্রির নানা সরঞ্জাম। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় ১০ জন মাদক ব্যবসায়ীকে।
স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ ছিল, সন্ধ্যা নামতেই ওই দোকানগুলোতে বসে যেত মাদকের জমজমাট আসর। স্থানীয় দোকানদার রফিক জানান, “এখানে সন্ধ্যার পর থেকে ভয় লাগে, ওদের উগ্র আচরণে কেউ কিছু বলার সাহস পায় না। দোকানের ভেতরেই খাওয়া-দাওয়া, চেঁচামেচি—সব চলে প্রকাশ্যে।”
গ্রেপ্তার হওয়া কয়েকজন সেনাবাহিনীর উপস্থিতিতে কালবেলা প্রতিবেদকের কাছে স্বীকার করেন, তারা অন্তত চার বছর ধরে কেরানিগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে মাদক এনে এখানে বিক্রি করতেন। এক বিক্রেতা জানান, সালসা তরল অবস্থায় দুধের সঙ্গে মিশিয়ে খাওয়ানো হয় যাতে নেশার প্রভাব দ্রুত আসে। সেই জন্যই দোকানে রাখা ছিল ব্লেন্ডার মেশিন পর্যন্ত।
সেনাবাহিনীর কর্মকর্তারা বলেন, “এই এলাকায় সবচেয়ে বেশি মাদক গ্রহণ করছে অল্পবয়সী যুবকরা। আমরা কঠোর অবস্থানে আছি। অভিযান চলমান থাকবে।”
অভিযান শেষে সেনাবাহিনী আটক ১০ জনকে পুলিশের হাতে হস্তান্তর করেছে। এলাকাবাসীর আশা, এই অভিযান শুধু শুরুর বার্তা হোক, যেন আবারও সন্ধ্যা নামলেই অন্ধকারে ঢেকে না যায় আগাসাদেক রোড।