বয়সের ভারে ন্যুব্জ, স্মৃতিভ্রষ্ট এক রাজনীতিক—জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা (Rezaul Karim Hira) – শেষ পর্যন্ত স্ত্রী সালমা খাতুনের (Salma Khatun) জিম্মায় পুলিশের হেফাজত থেকে মুক্তি পেলেন। মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ১১টার দিকে জামালপুর সদর থানা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে কোনো মামলা নেই। তিনি আরও বলেন, “তার মানসিক অবস্থা সুস্থ নয়, সে নিজের অবস্থান জানতেও পারছে না। বয়স ও শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে আমরা তাকে স্ত্রীর জিম্মায় ছেড়ে দিয়েছি।”
হীরার স্ত্রী সালমা খাতুনের শরীরও ভালো নেই, এমনটিও জানান ওসি।
এর আগে মঙ্গলবার বিকেলে রেজাউল করিম হীরা তার স্ত্রীকে নিয়ে জমি বিক্রির জন্য শেরপুর জেলা সাব-রেজিস্ট্রার অফিসে গেলে এক অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে স্থানীয় বিএনপি (BNP) নেতাকর্মীরা তাকে আটক করে। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হেফাজতে নেয় এবং রাত ১০টার দিকে হীরাকে জামালপুর সদর থানায় হস্তান্তর করে।
রেজাউল করিম হীরা একসময় জামালপুর-৫ আসনের আওয়ামী লীগ (Awami League) থেকে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০৯ সালে ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দেশের রাজনৈতিক ইতিহাসে একসময়ের গুরুত্বপূর্ণ এ ব্যক্তিত্বের বর্তমান অবস্থা—স্মৃতিভ্রষ্টতা, আইনি সংকট ও পারিবারিক দুর্বলতা—নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।