পাকিস্তানে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে ৭ জুন শনিবার, চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে জিলহজ মাস শুরু হবে ২৯ মে বৃহস্পতিবার। রুয়ে-ই-হিলাল কমিটি (Ruet-e-Hilal Committee) মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানায়।
ইসলাম ধর্ম মতে, জিলহজ মাসের ১০ তারিখে পালিত হয় ঈদুল আজহা। এই দিন নির্ধারিত হয় চাঁদ দেখার ভিত্তিতে। মঙ্গলবার ইসলামাবাদে রুয়ে-ই-হিলাল কমিটির এক বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান মাওলানা আব্দুল খবীর আজাদ (Abdul Khabir Azad) বৈঠক শেষে সাংবাদিকদের জানান, “দেশের কোথাও থেকে চাঁদ দেখার কোনো প্রমাণ মেলেনি। সেজন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, জিলহজ মাস শুরু হবে ২৯ মে এবং ঈদুল আজহা উদযাপিত হবে ৭ জুন।”
তিনি আরও বলেন, “সারা দেশের বিভিন্ন এলাকায় আকাশ ছিল মেঘাচ্ছন্ন। আবহাওয়ার প্রভাবেই চাঁদ দেখা কঠিন হয়ে পড়ে।”
এই বৈঠকের পাশাপাশি করাচি, লাহোর, কোয়েটা, পেশোয়ারসহ অন্যান্য শহরেও আঞ্চলিক কমিটিগুলোর সভা অনুষ্ঠিত হয়।
এদিকে ঈদের তারিখ ঘোষণা করেছে সৌদি আরব (Saudi Arabia)। দেশটিতে আগামী ৬ জুন শুক্রবার ঈদুল আজহা উদযাপিত হবে। এছাড়াও মুসলিম সংখ্যাগরিষ্ঠ আরেক দেশ মালয়েশিয়া (Malaysia) ঘোষণা করেছে, তাদের দেশে ২৯ মে থেকে জিলহজ মাস শুরু হবে এবং ঈদুল আজহা পালন করা হবে ৭ জুন শনিবার।
এতে দেখা যাচ্ছে, মুসলিম বিশ্বের অনেক দেশেই এবার ঈদুল আজহার তারিখ ঘনিষ্ঠ হলেও সামান্য পার্থক্য থাকছে চাঁদ দেখার ওপর ভিত্তি করে।