আবদুল হামিদের শ্যালক জামায়াত নেতা, তিনিই সরকারের সঙ্গে লিয়াজোঁ করে দেশের বাইরে পাঠান!

ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন (Robiul Islam Noyon) সরকারের সঙ্গে জামায়াতের অপ্রকাশ্য যোগাযোগ নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তিনি বলেন, “যারা একসময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, আজ যদি তাদের কথায় দেশ পরিচালিত হয়, তবে জনগণ কখনও তা মেনে নেবে না।”

রবিবার এক আলোচনায় নয়ন দাবি করেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের (Abdul Hamid) শ্যালক একজন প্রভাবশালী জামায়াত নেতা, যিনি সরকারের সঙ্গে যোগাযোগ করে তাকে দেশের বাইরে পাঠান এবং একইভাবে দেশে ফিরিয়েও আনেন। এই ঘটনার প্রেক্ষিতে নয়ন প্রশ্ন তোলেন—“একজন জামায়াত নেতার কথায় যদি একজন স্বৈরাচারপন্থীকে দেশে-বিদেশে যাওয়া-আসার সুযোগ দেওয়া হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর জনগণ কীভাবে আস্থা রাখবে?”

তিনি আরও বলেন, “জামায়াত-শিবির ছিল মুক্তিযুদ্ধের শত্রু। তারা পাকিস্তানের পক্ষেই অবস্থান নিয়েছিল। এখন সেই জামায়াতের দিক-নির্দেশনায় সরকার চললে জনগণের মনে ক্ষোভ ও অনাস্থা বাড়বে। আমরা যারা বিপ্লবী জনতা, কখনো তা মেনে নেব না।”

নিজের রাজনৈতিক সংগ্রামের কথা স্মরণ করে রবিউল ইসলাম নয়ন বলেন, “আমি এই দেশের জন্য গুলি খেয়েছি, জেল খেটেছি, রিমান্ড সহ্য করেছি। আজ যদি দেখি দেশ আবার সেই অন্ধকারেই ফিরে যাচ্ছে, তাহলে আমার বিপ্লব থেমে থাকবে না।”

তিনি সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “অসত্যের সঙ্গে আপস করে যারা মুক্তিযুদ্ধবিরোধীদের পুনর্বাসন করতে চায়, তারা গণতন্ত্রের শত্রু। দেশের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেললে এর জবাব রাজপথেই দিতে হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *