পঞ্চগড়ের দেবীগঞ্জে বিএনপির (BNP) রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকা জনপ্রতিনিধি আক্কাস আলী ভূঁইয়াসহ ২০ থেকে ৩০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীর (Jamaat-e-Islami) সহযোগী সদস্য হিসেবে যোগ দিয়েছেন। রোববার রাতে পৌরসভার সবুজপাড়া কেন্দ্রীয় কবরস্থান মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে এই যোগদান কার্যক্রম সম্পন্ন হয়।
স্থানীয় পর্যায়ে আয়োজিত ওই ‘সহযোগী সমাবেশে’ আক্কাস আলী ভুঁইয়া নিজ হাতে জামায়াতের সহযোগী ফরম পূরণ করেন। তার সঙ্গে আরও প্রায় ২০ থেকে ৩০ জন ব্যক্তি একইভাবে ফরম পূরণ করে জামায়াতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন। আয়োজক ও প্রত্যক্ষদর্শীরা বিষয়টি নিশ্চিত করেছেন।
সমাবেশ শুরু হয় দেবীগঞ্জ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল বাছেদের সভাপতিত্বে। এতে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ সুফিউল্লাহ সুফি। আলোচক হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন দেবীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসেন, পৌর জামায়াতের আমির শেখ ফরিদ হাসানসহ স্থানীয় নেতারা।
আক্কাস আলী ভুঁইয়ার এই যোগদানকে অনেকেই দেবীগঞ্জের রাজনীতিতে উল্লেখযোগ্য মোড় হিসেবে দেখছেন। তিনি দেবীগঞ্জ পৌর বিএনপির সর্বশেষ আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০২১ সালের পৌর নির্বাচনে তিনি ৪ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন।
তাঁর মতো একজন জনপ্রতিনিধি ও দীর্ঘদিন বিএনপির সঙ্গে যুক্ত একজন নেতার হঠাৎ দলবদল স্থানীয় রাজনীতিতে আলোচনার ঝড় তোলে। অনেকেই মনে করছেন, এ ধরনের পদক্ষেপ দেবীগঞ্জের রাজনৈতিক মেরুকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষ করে জাতীয় নির্বাচনের প্রাক্কালে এ ধরনের দলবদল ভবিষ্যতের রাজনীতিতে প্রভাব ফেলবে বলেও মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকরা।


