আগামীকাল শনিবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সমাবেশে নেতাকর্মীদের আনতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর (Jamaat-e-Islami) আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ চার জোড়া বিশেষ ট্রেন বরাদ্দ দিয়েছে। রেলওয়ের পশ্চিমাঞ্চল বিভাগ দুটি এবং পূর্বাঞ্চল বিভাগ একটি ট্রেন বরাদ্দ করেছে। এসব ট্রেন একবার করে চলবে রাজশাহী-ঢাকা-রাজশাহী, সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ এবং ময়মনসিংহ-ঢাকা-ময়মনসিংহ রুটে। আর অন্যটি চলবে চট্টগ্রাম – ঢাকা – চট্টগ্রাম রুটে।
রেলওয়ের সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ঢাকা অভিমুখে ছেড়ে যাওয়া ট্রেনটি ১৮ জুলাই দিবাগত রাত ১টায় যাত্রা শুরু করে ভোর ৬টায় ঢাকায় পৌঁছাবে। একই ট্রেন ১৯ জুলাই রাত ৮টায় ঢাকা থেকে ছেড়ে রাত ১টা ১৫ মিনিটে রাজশাহীতে পৌঁছাবে। এই ট্রেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, হরিয়ান এবং সরদহরোড স্টেশনে যাত্রাবিরতি দেবে।
এ স্পেশাল ট্রেনটি ৭৫৫/৭৫৬ নং মধুমতি এক্সপ্রেস ট্রেনের রেক দিয়ে চালানো হবে। যেহেতু ট্রেনটির সাপ্তাহিক বন্ধের দিন শনিবার, তাই সেটিকে বরাদ্দ দিয়ে বিশেষভাবে পরিচালনা করা হচ্ছে। রেলওয়ের ডেপুটি চিফ সুপারিনটেনডেন্ট-১ আরফিন নাহার এ বিষয়ে মহাপরিচালককে একটি চিঠি পাঠিয়ে অনুমোদন ও প্রয়োজনীয় ব্যবস্থার অনুরোধ করেছেন।
সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ রুটে ৭৭৫/৭৭৬ নং ট্রেনটি শনিবার সকাল ৬টায় সিরাজগঞ্জবাজার থেকে রওনা দিয়ে সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাবে। সমাবেশ শেষে রাত ১১টা ৫৫ মিনিটে ফেরত যাত্রা শুরু করে পরদিন ভোর ৩টা ৩০ মিনিটে সিরাজগঞ্জবাজার পৌঁছাবে।
অন্যদিকে, ঢাকা-ময়মনসিংহ-ঢাকা রুটে বিশেষ ট্রেন পরিচালনার প্রস্তাবনা অনুমোদন করেছে রেলওয়ের যথাযথ কর্তৃপক্ষ। উপ-পরিচালক (টিটি) মো. খায়রুল কবির স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিশেষ এই ট্রেনগুলো ভাড়ায় পরিচালিত হবে এবং প্রচলিত নিয়ম অনুযায়ী অগ্রিম ভাড়া, সার্ভিস চার্জ ও অন্যান্য পাওনা পরিশোধ সাপেক্ষে চলবে বলে চিঠিগুলোতে উল্লেখ করা হয়েছে।
এদিকে, ঢাকায় অনুষ্ঠেয় শনিবারের জাতীয় সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লাখ নেতাকর্মী যোগ দেবেন বলে তারা আশা করছেন। রেলওয়ের এই ট্রেন বরাদ্দ সেই জনসমাগমের একটি গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।