এনসিপির কেন্দ্রীয় নেতাদের ফেনীতে ঢুকতে না দেয়ার ঘোষণা ছাত্রদল নেতার

নুর আলম সোহাগ (Nur Alam Sohag) নামে সোনাগাজী উপজেলা ছাত্রদলের এক নেতা ঘোষণা দিয়েছেন, জাতীয় নাগরিক পার্টি (NCP)–এর কেন্দ্রীয় নেতাদের ফেনীতে ঢুকতে দেয়া হবে না। রোববার (২০ জুলাই) দুপুরে সোনাগাজীর জিরো পয়েন্টে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে সোহাগ অভিযোগ করেন, এনসিপির এক নেতা বিএনপির গুম হওয়া স্থায়ী কমিটির সদস্য সম্পর্কে ‘বিরূপ মন্তব্য’ করেছেন। তিনি হুঁশিয়ার করে বলেন, ‘আপনারা যদি ওই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চান, তাহলে ফেনীতে আপনাদের ঢুকতে দেয়া হবে না।’ তিনি আরও বলেন, ‘এ দেশ খালেদা জিয়া (Khaleda Zia) ও তারুণ্যের অহংকার তারেক রহমান (Tarique Rahman)-এর দেশ। এই দেশে রাজনীতি করতে হলে তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতেই হবে।’

সমাবেশ শেষে এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলার রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক মাধ্যমে এটি ঘিরে সৃষ্টি হয় উত্তাপ ও উত্তেজনা।

এদিকে, আগামীকাল সোমবার (২১ জুলাই) ফেনীর মহিপালে পথসভা ও কেন্দ্রীয় শহীদ মিনারে জনসভা করার ঘোষণা দিয়েছে এনসিপি। এতে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা।

ছাত্রদল নেতার হুমকির প্রতিক্রিয়ায় এনসিপির কেন্দ্রীয় দফতর সম্পাদক আজিজুর রহমান রিজভী (Azizur Rahman Rizvi) বলেন, ‘এই হুমকির কথা জানার পর আমরা জেলা বিএনপি ও ছাত্রদল নেতাদের অবহিত করেছি। তাঁরা আমাদের জানিয়েছেন, এটি ব্যক্তিগত বক্তব্য, দলের বা জেলা ছাত্রদলের কোনো অবস্থান নয়।’

ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন (Salah Uddin Mamun) জানান, ‘সোহাগের বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে, তবে এটি ছাত্রদলের দলীয় বক্তব্য নয়। সম্প্রতি এনসিপির কয়েকজন নেতা বিএনপি নেতাদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করেছেন, যা সাধারণ মানুষ ও আমাদের কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। আমরা এনসিপির নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি।’

ফেনী জেলা এখন দুই দলের কথার পাল্টাপাল্টিতে একধরনের রাজনৈতিক উত্তেজনায় প্রবেশ করেছে। এনসিপির কর্মসূচি ঘিরে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আগ্রহ ও উদ্বেগ বাড়ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *