রাজধানীর উত্তরা এলাকায় জনবহুল অঞ্চলের কাছেই একটি সামরিক ফাইটার জেট বিধ্বস্ত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার মাইলস্টোন কলেজ সংলগ্ন এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় বলে নিশ্চিত করেছে আইএসপিআর (Inter-Services Public Relations)।
আইএসপিআর-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিধ্বস্ত হওয়া বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই (F-7 BGI) মডেলের প্রশিক্ষণ ফাইটার জেট। এটি বেলা ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। এর কিছু সময় পরেই সেটি দুর্ঘটনার কবলে পড়ে।
ঢাকা মহানগর পুলিশ (Dhaka Metropolitan Police)-এর উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, “শুনেছি মাইলস্টোন কলেজ এলাকার পাশে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি, সেখান থেকে বিস্তারিত বলা যাবে।”
উল্লেখ্য, মাইলস্টোন কলেজের আশপাশে শিক্ষার্থী ও সাধারণ মানুষের আনাগোনা থাকে প্রচুর। এমন এলাকায় সামরিক বিমান বিধ্বস্ত হওয়ায় জনমনে উদ্বেগ ছড়িয়েছে। দুর্ঘটনায় হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া না গেলেও স্থানীয় ও সেনা কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।
দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে বাংলাদেশ বিমান বাহিনী।