যাদের অ্যান্ড্রয়েড কেনার সামর্থ্য ছিল না, এখন তাদের হাতে আইফোন—আক্ষেপ ওসমান হাদীর

রাজপথে রাজনীতি বদলে দেওয়া সেই তরুণদের কারো হাতে এখন নতুন ফ্ল্যাট, কারো হাতে আইফোন—আর তা নিয়েই তীব্র ক্ষোভ প্রকাশ করলেন ওসমান হাদী (Osman Hadi)।
শনিবার (২ আগস্ট) ইনকিলাব মঞ্চের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ নেতা বলেন, ‘‘একসময় যারা অ্যান্ড্রয়েড ফোন কিনতেও ধার করতো, আজ তারা আইফোন ব্যবহার করছে—এ প্রশ্নের উত্তর দিতে হবে।’’

তিনি বলেন, ‘‘আমাদের অনেক ভাইবোন করাপশনের পথে হাঁটছে। একটা সময় যার টি-শার্ট ছিল ৫০০ টাকার, সে আজ পরে ৫ হাজার টাকার টি-শার্ট। এই বাস্তবতা আমাদের ভাবায়। কেউ যদি রাজপথের সংগ্রাম বিক্রি করে নতুন বাইক, আইফোন বা ফ্ল্যাট কেনে, আমরা তাকে ছাড় দেওয়ার কোনো অধিকার দিইনি।’’

শহীদদের মরদেহ ও রাষ্ট্রীয় সম্মাননা

অনুষ্ঠানে ওসমান হাদী বলেন, ‘দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এখনো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ছয়টি শহীদের মরদেহ পড়ে আছে। ৫ আগস্টের মধ্যে রাষ্ট্রীয় সম্মাননায় দাফনের ব্যবস্থা না হলে আবার ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।’ তিনি জানান, সরকার থেকে পরে জানানো হয়েছে যে ৪ আগস্টই সেই দাফন সম্পন্ন করা হবে।

স্বাস্থ্য উপদেষ্টার অসুস্থতা নিয়ে কটাক্ষ

অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টার অনুপস্থিতি নিয়েও মন্তব্য করেন ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র। তিনি বলেন, ‘‘স্বাস্থ্য উপদেষ্টা ভালো মানুষ, কিন্তু তিনি নিজেই অসুস্থ। তাহলে পুরো জাতির স্বাস্থ্য তিনি কীভাবে ঠিক করবেন—এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ।’’

নেতাদের উদ্দেশ্যে সতর্কবার্তা

রাজনৈতিক নেতাদের উদ্দেশে ওসমান হাদী বলেন, ‘‘যদি কেউ মনে করেন যে জুলাই মাসে মিছিল-মিটিং করিয়ে হাসিনাকে সরিয়ে দিয়েছেন এবং ক্ষমতা এখন আপনার হাতে এসেছে—তাহলে ভুল করছেন। এই নতুন বাংলাদেশে শিশু-কিশোরদের কণ্ঠরোধের চিন্তা করবেন না। তাদের জবান বন্ধ করতে গেলে, আপনাদের জবানও আওয়ামী লীগের মতোই বন্ধ হয়ে যাবে।’’

তিনি যোগ করেন, ‘‘হাসিনার পতনের পেছনে রাস্তায় নেমেছিল কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই তরুণরাই রাজপথ রাঙিয়েছিল, অথচ এখন দেখা যাচ্ছে কেউ কেউ সেই সংগ্রামকে বিক্রি করে নিজেদের আখের গোছাতে ব্যস্ত। এই বাংলাদেশের রাজনীতি হতে হবে একশ ভাগ সততার, ইনসাফের। এটা কোনো লুটপাটের বাংলাদেশ নয়।’’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *