জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আজ বিকেলে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ, দিনব্যাপী কনসার্টে মঞ্চ মাতাবেন যারা

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত হচ্ছে নানা কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী এই আয়োজনের মূল আকর্ষণ হিসেবে বিকাল ৫টায় পাঠ করা হবে ‘জুলাই ঘোষণাপত্র’।

এই ঐতিহাসিক দিনটি স্মরণীয় করে রাখতে দেশের নামী শিল্পীদের অংশগ্রহণে বিশেষ এক কনসার্টেরও আয়োজন করা হয়েছে, যা রাজধানীজুড়ে সৃষ্টি করেছে উৎসবের আমেজ।

গতকাল রোববার আয়োজকদের প্রধান উপদেষ্টা তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানান, অনুষ্ঠানটি শুরু হবে দুপুর ২টা ৪০ মিনিটে। প্রথমেই মঞ্চে উঠবেন সায়ান, এরপর ৩টায় গান পরিবেশন করবেন ইথুন বাবু ও মৌসুমি। বিকেল সাড়ে ৩টায় মঞ্চে আসবেন কিংবদন্তি ব্যান্ড সোলস (Souls), আর ঠিক ৪টায় পরিবেশন করবেন জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ (Warfaze)।

সন্ধ্যা ৭টায় গান পরিবেশন করবেন গায়ক-সাংবাদিক এলিটা করিম, আর রাত ৮টায় সাংস্কৃতিক পর্বের শেষ পরিবেশনায় থাকবে দর্শকপ্রিয় ব্যান্ড আর্টসেল (Artcell)-এর গান।

এ ছাড়া সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবে সাইমুম শিল্পীগোষ্ঠী (Saymum Shilpigoshthi), কলরব শিল্পীগোষ্ঠী, চিটাগাং হিপহপ হুড, সেজান এবং শুন্য ব্যান্ড।

আয়োজনটির মূল দায়িত্বে রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় (Ministry of Cultural Affairs)। ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি (Bangladesh Shilpakala Academy) এবং সহযোগিতায় থাকছে জাতীয় সংসদ সচিবালয় (National Parliament Secretariat)।

অনুষ্ঠানটি ঘিরে রাজধানীর সংস্কৃতিপ্রেমী জনতার মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ করা যাচ্ছে। আয়োজকেরা জানান, এই ধরনের অনুষ্ঠান শুধুমাত্র বিনোদনই নয়, বরং নতুন প্রজন্মকে ইতিহাসের সঙ্গে যুক্ত করার এক সেতুবন্ধন হিসেবে কাজ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *