জামাতের বিরুদ্ধে বললে শাহাবাগী : গাজীপুরে গলা কেটে খুন হওয়া সেই সাংবাদিকের পোষ্ট নিয়ে আলোচনা

গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর আসাদুজ্জামান তুহিন (৩৮) নামের এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এমন খবর বেশ চড়াও করে প্রচার করা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, এমনকি খোদ এনসিপির নেতা সার্জিসও এমনটাই দাবী করেছেন তার ফেসবুক পোষ্টে।

অথচ সাংবাদিক তুহিনের প্রচারিত সেই ভিডিওটি কোন চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে নয়, বরং কিভাবে যত্র তত্র মানুষ চৌরাস্তা পার হচ্ছে, তাই দেখানো হয়েছিল সেই ভিডিওতে।

তবে সাংবাদিক তুহিন গতকালকের পোষ্টিটি ছিল জামাতের বিরুদ্ধে, সাম্প্রতিক সময়ে জামায়াতে যত্র তত্র শাহবাদী ট্যাগিং এর ব্যাপারে তিনি লিখেছিলেন,

অন্যায়ের প্রতিবাদ করলে আগে কইতো – রাজাকার এখন কয় – স্বৈরাচার
আর জামাতের বিরুদ্ধে বললে শাহাবাগী
৭১ আর ২৪ এর বেচাবিক্রতে আমজনতার জুস বের হয়ে যাচ্ছে

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সময় একটি চায়ের দোকানে বসে ছিলেন ওই সাংবাদিক।

নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন।

বৃহস্পতিবার বিকেলে লাইভ করেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। এরপর রাত ৮টার দিকে নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লেখেন—‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা’।

রাত সোয়া ৮টার দিকে তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এসময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে। পরে ধারালো অস্ত্র দিয়ে লোকজনের সামনেই কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আসাদুজ্জামানের মৃত্যু হয়।

এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কী কারণে এ খুনের ঘটনা ঘটেছে তার জানার চেষ্টা চলছে।

সাংবাদিক তুহিনের প্রচার করা শেষ লাইভ ভিডিও, যেটা নিয়ে বলা হচ্ছে সাংবাদিক তুহিন চাঁদাবাজি নিয়ে ভিডিও দিয়েছিলেন

সাংবাদিক তুহিনের গতকালকের পোষ্ট

সাংবাদিক তুহিনের ফেসবুক প্রোফাইল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *