জাতির স্বার্থে বিএনপি ও জামায়াতকে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার পরামর্শ মঞ্জুর

আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর করতে বিএনপি ও জামায়াতকে একজোট হয়ে নির্বাচনে অংশ নেওয়ার পরামর্শ দিয়েছেন এবি পার্টি (AB Party)-র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু (Mujibur Rahman Monju)। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এবি শ্রমিক পার্টির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মঞ্জু বলেন, ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কি না তা নিয়ে মানুষের মনে শঙ্কা রয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হলেও রাজপথে কর্মসূচি ঘোষণা নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে। গণ-অভ্যুত্থান-পরবর্তী বিএনপি ও জামায়াতের বিরোধকে তিনি দুঃখজনক বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, মাত্র সাত বছর আগে দলীয় স্বার্থে বিএনপি ও জামায়াত একই প্রতীকে নির্বাচন করেছে। তাহলে এখন জাতির বৃহত্তর স্বার্থে একজোট হয়ে একই প্রতীকে নির্বাচন করলে সমস্যা কোথায়? তার মতে, এভাবে এগোতে পারলে নির্বাচন নিয়ে আর কোনো অনিশ্চয়তা থাকবে না।

নতুন বাংলাদেশ প্রসঙ্গে এবি পার্টি চেয়ারম্যান বলেন, স্বাধীনতার পর রাজনৈতিক দলগুলো পরস্পরের সাথে বিতর্কে জড়িয়ে দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো আটকে দিয়েছে। দ্রুত নির্বাচন ও ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে অনেক সময় দলগুলো হঠাৎ সিদ্ধান্ত নিচ্ছে, যা দেশের জন্য ক্ষতিকর। এবি পার্টির মতে, আগে দেশকে গড়ে তোলা প্রয়োজন, তারপর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করা উচিত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনো কেউ তা মনোযোগ দিয়ে বিবেচনা করছেন না।

গণহত্যার প্রসঙ্গে মঞ্জু বলেন, এর সুনির্দিষ্ট দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। যারা জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে, বিশেষত ক্ষমতায় থেকে গণতান্ত্রিক অধিকার হরণ করেছে—তাদেরও বিচারের মুখোমুখি করতে হবে।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে আহ্বান জানিয়ে মঞ্জু বলেন, নিজেদের দলীয় স্লোগান আপাতত স্থগিত রেখে জনগণের স্লোগানকে অগ্রাধিকার দিতে হবে, যেমনটি জুলাইয়ে করা হয়েছিল। তিনি আরও যোগ করেন, রাজনৈতিক দলগুলো যদি নাগরিকদের দক্ষ করে গড়ে তুলতে কাজ করে, তবে শ্রমিকদের জন্য বিষয়ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি সহজ হবে। শ্রমিকরাই একটি দেশকে বদলে দিতে পারে; তাই দেশ গঠনে শ্রমিকদের এগিয়ে আসা জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *