আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন শরিফ ওসমান হাদী (Sharif Osman Hadi)। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবেও পরিচিত। শনিবার বিকালে মতিঝিল এলাকায় জনসংযোগ কর্মসূচির মধ্য দিয়ে তিনি এ ঘোষণা দেন এবং স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শরিফ ওসমান হাদী বলেন, “আমরা নিম্নকক্ষে পিআর চাই না। কারণ নিম্নকক্ষে পিআর হলে আওয়ামী লীগ তার অনেক নেতাকর্মীকে সামনে আনার সুযোগ পাবে। তবে আমরা উচ্চকক্ষে অবশ্যই পিআর চাই।”
নিজের নির্বাচনি ইশতেহার প্রসঙ্গে তিনি জানান, তাদের ইশতেহার এক পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এ বিষয়ে হাদী বলেন, “এই ইশতেহার আমরা শাহবাগ মোড়ে ঝুলিয়ে রাখব। মানুষ যদি আমাদের সংসদে পাঠায়, তাহলে এ ইশতেহারের কয়টা বিষয় বাস্তবায়ন করেছি আর কয়টা বিষয় বাস্তবায়ন করতে পারিনি, তার জবাব দিতে আমরা বাধ্য থাকব।”
শরিফ ওসমান হাদী আরও বলেন, “যদি কোনো রাজনৈতিক দল মনে করে যে আমাদের মতো তরুণদের সংসদে যাওয়া জরুরি, তাহলে তারা আমার আসনে প্রার্থী না দিলেও পারে। তবে আমি নিজে ধানের শীষ বা দাঁড়িপাল্লার প্রতিনিধি হয়ে কাজ করতে চাই না।”