ফ্যাসিস্ট হাসিনার আমলে করা নাশকতা মামলায় ছাত্রদলের আট নেতা কারাগারে

নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত ছাত্রদলের সাবেক ও বর্তমান আট নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ও মিনহাজুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর জানান, রাজনৈতিক প্রতিহিংসার জেরে ‘ফ্যাসিস্ট সরকার’ এই নেতাদের সাজা দিয়েছিল। তিনি দাবি করেন, মিথ্যা মামলায় অভিযুক্ত এসব নেতা আদালতের প্রতি সম্মান জানিয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ রায়ের বিরুদ্ধে শিগগিরই উচ্চ আদালতে আপিল করা হবে বলেও জানান তিনি।

সাজাপ্রাপ্ত আট নেতার মধ্যে রয়েছেন—তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল আওয়াল খান, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. রেজওয়ানুল হক সবুজ, সহসভাপতি সোহাগ মোল্লা, সাবেক ছাত্রদল নেতা মো. শরীফুল ইসলাম মাসুম, ছাত্রদল নেতা হান্নান মামুন, রাশেদ উল্লাহ রাশেদ, আলমগীর বিশ্বাস রাজু এবং মো. রাসেল।

মামলার রায়ের বিস্তারিত অনুযায়ী, গুলশানের একটি মামলা এবং বনানীর দুটি মামলায় আব্দুল আওয়াল খানের সাত বছরের সাজা হয়েছিল। একইভাবে গুলশান থানার একটি মামলায় রাজু ও রাসেল সাড়ে তিন বছরের সাজা পান। অপরদিকে বনানী থানার আরেক মামলায় বাকি পাঁচজন নেতাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *