শেখ হাসিনার পর দল পুনর্গঠনে জয়–পুতুলকে সামনে আনার সম্ভাবনা, মত রাজনৈতিক বিশ্লেষকের

রাজনৈতিক বিশ্লেষক ড. জাহেদ উর রহমান (Dr. Zahed Ur Rahman) সম্প্রতি তার ইউটিউব চ্যানেলের এক আলোচনায় মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী দিনে আওয়ামী লীগ (Awami League) পুনর্গঠন করতে চাইলে সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলকে সামনে আনতে পারেন। একই সঙ্গে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকেও এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত রাখার চেষ্টা হবে বলে তিনি দাবি করেন।

ড. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার মূল পরিকল্পনা ছিল আরও পাঁচ বছর ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করা এবং সেই সময়ে সায়মা ওয়াজেদ পুতুলকে রাজনৈতিকভাবে প্রস্তুত করা। তিনি উল্লেখ করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা পুতুলকে সম্প্রতি অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। তার ভাষায়, “তাকে মোটামুটি সরিয়ে দেওয়া হয়েছে এ পদ থেকে। সেই বাড়াভাতে ছাই পড়েছে।”

বিশ্লেষকের মতে, এখন যেহেতু পুতুল অবসর সময়ে আছেন, তাই শেখ হাসিনা জয় ও পুতুলকে সামনে রেখে দলকে পুনর্গঠনের উদ্যোগ নিতে পারেন। তবে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে তিনি তীব্র সমালোচনা করে বলেন, দীর্ঘদিন ধরেই তাকে সামনে আনার চেষ্টা হয়েছে, কিন্তু কার্যত কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেননি। বরং সামাজিক যোগাযোগমাধ্যমে তার কর্মকাণ্ডে বারবার বিতর্ক তৈরি হয়েছে। ড. রহমানের ভাষায়, “তিনি যে একটা স্টুপিড, এটা খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তাই এই স্টুপিড দিয়ে দলের পুনর্গঠন কিভাবে হবে, সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন।”

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, শেখ হাসিনা বর্তমানে এক জটিল সংকটে পড়েছেন। তার সন্তানরা যদি সরাসরি দায়িত্ব নেন, তবে জনগণের সঙ্গে তাদের সংযোগ বা যোগাযোগ খুব ইতিবাচক হবে না। তিনি মনে করেন, ভবিষ্যতে দলের প্রসার এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক মজবুত করার জন্য শেখ হাসিনার সন্তানরা উপযুক্ত বিকল্প হতে পারবেন না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *