জাতীয় নির্বাচন সামনে রেখে ২০০+ প্রার্থী পেলেন বিএনপি সবুজ সংকেত

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচনী মাঠে নীরবে প্রস্তুতি জোরদার করছে বিএনপি (BNP)। দলটির শীর্ষ নেতাদের নির্দেশনায় ইতোমধ্যেই দুই শতাধিক আসনে সম্ভাব্য প্রার্থীদের মৌখিকভাবে সবুজ সংকেত দেওয়া হয়েছে। আরও ৫০টির মতো আসনে চলছে চূড়ান্ত যাচাই-বাছাই। সমমনা দল ও জোটের সঙ্গে আসন ভাগাভাগির পর বাকি আসনগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবে দলটি। একইসঙ্গে ইশতেহার তৈরির কাজেও গতি এনেছে বিএনপি।

দলীয় একাধিক জ্যেষ্ঠ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে মাঠ পর্যায়ে একাধিক জরিপ পরিচালনা করা হয়েছে। এসব জরিপের ফল, দলের নীতিনির্ধারণী নেতাদের মতামত এবং তৃণমূলে জনপ্রিয়তার ভিত্তিতে প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman) সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে প্রাথমিক বার্তা দিয়ে দিচ্ছেন। পাশাপাশি বিভক্তির জায়গাগুলোতে স্কাইপে যুক্ত হয়ে প্রার্থীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশও দিচ্ছেন তিনি।

তিনি স্পষ্ট করে দিচ্ছেন—মনোনয়ন যাকেই দেওয়া হোক, দলের সিদ্ধান্তে সবাইকে কাজ করতে হবে। কোনও ধরনের বিশৃঙ্খলা দেখা দিলে সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করছেন তিনি।

জামায়াতও মাঠে, বিএনপির প্রস্তুতি গোপনেই

এদিকে, সংখ্যানুপাতিক পদ্ধতির (PR) নির্বাচন এবং জুলাই সনদ ইস্যুতে জামায়াতে ইসলামী (Jamaat-e-Islami) রাজনৈতিক তৎপরতা শুরু করেছে। দলটি আগেভাগেই সারাদেশে প্রার্থী চূড়ান্ত করে বাড়ি বাড়ি গণসংযোগ শুরু করেছে। পাল্টা প্রস্তুতি হিসেবে বিএনপিও মৌখিকভাবে প্রার্থীদের মাঠে নামিয়ে দিচ্ছে, যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কিছু ঘোষণা করা হয়নি।

স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, মাঠ জরিপ, তৃণমূলের মতামত, এবং নানামুখী প্রস্তুতির ভিত্তিতে যোগ্য প্রার্থী নির্বাচন করা হচ্ছে। যদিও এখনও সব আসনে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ঢাকা মহানগরে কারা পাচ্ছেন টিকিট?

সূত্র জানায়, ঢাকা মহানগরের ১৫টি আসনের মধ্যে কয়েকটি আসনে প্রার্থী প্রায় চূড়ান্ত। এর মধ্যে রয়েছেন—ঢাকা-৪ আসনে তানভীর আহমেদ রবীন, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস, ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজ (Bobby Hajjaj), ঢাকা-১৬ আসনে আমিনুল হক এবং ঢাকা-১৭ আসনে আন্দালিব রহমান পার্থ (Andaleeve Rahman Partho)।

ববি হাজ্জাজ নিজেই জানিয়েছেন, বিএনপির সর্বোচ্চ মহল থেকে তাঁকে মোহাম্মদপুর (ঢাকা-১৩) আসনের বিষয়ে নিশ্চিত করা হয়েছে এবং তিনি এলাকাভিত্তিক কাজ শুরু করেছেন।

আন্দালিব রহমান পার্থ মনোনয়নের বিষয়ে প্রকাশ্যে মন্তব্য না করলেও জানিয়েছেন, তিনি এলাকায় সক্রিয়ভাবে কাজ করছেন। গুলশান এলাকার নেতাকর্মীরা সমকালকে জানান, তাঁকে মনোনয়ন দেওয়ার কথা স্থানীয় পর্যায়ে জানানো হয়েছে এবং তাঁর সঙ্গে মতবিনিময় সভাও হয়েছে।

ঢাকার বাইরেও চলছে চূড়ান্তকরণ

উত্তরাঞ্চলের মধ্যে পঞ্চগড়-১ থেকে ব্যারিস্টার নওশাদ জমির, পঞ্চগড়-২ থেকে ফরহাদ হোসেন আজাদ, কুড়িগ্রাম-৩ থেকে তাসভীরুল ইসলাম, পাবনা-২ থেকে একেএম সেলিম রেজা হাবিব, পাবনা-৩ থেকে হাসান জাফির তুহিন, পাবনা-৪ থেকে হাবিবুর রহমান হাবিবের নাম চূড়ান্ত হচ্ছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চুয়াডাঙ্গা-১ থেকে শামসুজ্জামান দুদু, চুয়াডাঙ্গা-২ থেকে মাহমুদ হাসান খান, ঝিনাইদহ-৪ থেকে সাইফুল ইসলাম ফিরোজ এবং খুলনা-৩, খুলনা-৪, যশোর-৩ সহ বেশ কয়েকটি আসনে সবুজ সংকেত দেওয়া হয়েছে।

বরিশাল ও ভোলার একাধিক আসনে যেমন বরিশাল-১, বরিশাল-৩, বরিশাল-৪, ভোলা-২, ৩, ৪ এবং পটুয়াখালী-৪ আসনে প্রার্থী চূড়ান্ত হওয়ার পথে। ফরিদপুর-৪, জামালপুর-১ ও ৩, টাঙ্গাইল-৫, ময়মনসিংহ-৪ এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ-১ আসনেও মনোনয়নের বার্তা দেওয়া হয়েছে।

তরুণদের অগ্রাধিকার, ছাত্রদল নেতাদের সম্ভাবনা

এবারের প্রার্থী তালিকায় নতুন করে তরুণদের গুরুত্ব দেওয়া হচ্ছে। ছাত্রদল (Chhatra Dal)-এর সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, ফজলুর রহমান খোকন, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাইফ মাহমুদ জুয়েলের মধ্য থেকে একাধিকজন এবার মনোনয়ন পেতে পারেন বলে বিএনপির এক শীর্ষ নেতা ইঙ্গিত দিয়েছেন।

তারেক রহমানের সরাসরি সংযোগ

দলীয় ঐক্য ধরে রাখতে এবং বিভাজন এড়াতে তারেক রহমান নিজেই সরাসরি একাধিক প্রার্থীর সঙ্গে কথা বলছেন। বিশেষ করে যেসব আসনে একাধিক শক্তিশালী প্রার্থী রয়েছেন, তাদের সবাইকে চূড়ান্ত প্রার্থীর পক্ষে কাজ করতে বলা হচ্ছে।

বরিশাল-৫ আসনে যেমন, মজিবর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিলকিস জাহান শিরীন ও আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহর মধ্যে আলোচনা চলছে। আবু নাসের নিজেই জানিয়েছেন, তাঁদের নির্দেশনা দেওয়া হয়েছে ঐক্যবদ্ধভাবে দলের সিদ্ধান্ত মেনে কাজ করতে।

সব মিলিয়ে দেখা যাচ্ছে, বিএনপি আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও নির্বাচনী মাঠে প্রার্থী চূড়ান্তকরণ এবং প্রস্তুতির দিক দিয়ে দ্রুত গতিতে এগোচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *