চার শতাধিক সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান

মাগুরার শালিখা উপজেলায় এক অনন্য রাজনৈতিক দৃশ্যের জন্ম হলো। উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়নের মান্দেরপাড়া গ্রামে চার শতাধিক সনাতন ধর্মাবলম্বী একসঙ্গে যোগ দিলেন বিএনপি (BNP)-তে। মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই যোগদান অনুষ্ঠানে গ্রামের পরিবেশে তৈরি হয় উৎসবমুখর আমেজ।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব ও এলাকার পরিচিত মুখ রবিউল ইসলাম নয়ন (Rabiul Islam Noyon)। তিনি নতুন যোগদানকারীদের উদ্দেশে বলেন, “আমরা সবাই একে অপরের ভাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে একে অপরের সুখে-দুঃখে পাশে থাকবো। একসাথে আমরা তারেক রহমানের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো। বিএনপি কোনো একক গোষ্ঠীর দল নয়, এটি সব ধর্ম ও সব মানুষের ভালোবাসার দল। আজকের এই দৃশ্য তা আবারও প্রমাণ করল।”

এর আগে নয়ন শালিখা উপজেলার বিভিন্ন মন্দিরে গিয়ে পূজামণ্ডপ পরিদর্শন করেন। সেখানেই তিনি প্রতিশ্রুতি দেন পূজার সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার। নয়নের ঘোষণায় উঠে আসে স্পষ্ট বার্তা—পূজা চলাকালীন প্রতিটি মন্দিরে বিএনপির স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করবে। তাদের কাজ হবে নিরাপত্তা ও সহযোগিতা প্রদান, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তিনি বলেন, *“সকলের নিরাপত্তায় বিএনপি পাহারাদার হয়ে পাশে থাকবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *