আখতারকে লক্ষ্য করে ডিম নিক্ষেপকারী সেই যুবলীগ নেতা মিজান জামিনে মুক্ত

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলে থাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন (Akhtar Hossain)-এর ওপর ডিম নিক্ষেপের ঘটনায় আটক হওয়া যুবলীগ নেতা মিজানুর রহমান (Mizanur Rahman) জামিনে মুক্তি পেয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে আদালতের মাধ্যমে তিনি জামিন পান।

এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করে নিউইয়র্ক পুলিশ। প্রত্যক্ষদর্শীদের সহায়তায় পুলিশ প্রথমে মিজানুর রহমানকে শনাক্ত করে ঘিরে ফেলে। পরে জিজ্ঞাসাবাদ শেষে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।

ঘটনার সূচনা হয় সোমবার দুপুরে, যখন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। টার্মিনাল থেকে বের হতে কিছুটা দেরি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওই সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir), বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে লক্ষ্য করে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন।

স্লোগানের মাঝেই কয়েকজন কর্মী ডিম নিক্ষেপ করলে পরিবেশ আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এসময় বিশৃঙ্খলা এড়াতে প্রধান উপদেষ্টার প্রেস উইং ও বিএনপির কর্মীরা মিলে নিরাপত্তা বলয় তৈরি করেন। পরে নিউইয়র্ক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সময় ডা. তাসনিম জারাকে লক্ষ্য করে অশালীন ভাষায় গালিগালাজও করা হয়। এর প্রতিবাদে আখতার হোসেন ক্ষোভ প্রকাশ করে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন। পুলিশের সহায়তায় শেষ পর্যন্ত তিনি এবং তার সঙ্গীরা নিরাপদে গাড়িযোগে বিমানবন্দর ত্যাগ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *