আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটারের এক-তৃতীয়াংশই তরুণ। এই বিশাল তরুণ ভোট টানতে ইতোমধ্যে নানা পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এরই অংশ হিসাবে প্রার্থী মনোনয়নে অপেক্ষাকৃত তরুণদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিশেষভাবে দেখা হচ্ছে। সেক্ষেত্রে বিএনপির অঙ্গ ও ভাতৃপ্রতিম তিন সংগঠন- ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বর্তমান ও সাবেক নেতারা এগিয়ে আছেন।
নিজ এলাকায় জনপ্রিয়তা, দলের জন্য ত্যাগ, বিগত দিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে ভূমিকা, দুঃসময়ে নেতা-কর্মীদের পাশে থাকা ও সাংগঠনিক দক্ষতা-এসব মানদণ্ড যাচাই করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাইপ্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে।
এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মনোনয়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি তরুণদের প্রাধান্য দেওয়া হবে। মানদণ্ড হবে প্রার্থীর জনপ্রিয়তা, নির্বাচন করার ক্ষমতা ও সাংগঠনিক দক্ষতা, জনগণের কাছে গ্রহণযোগ্যতা এবং বিগত আন্দোলনে তার অংশগ্রহণ কেমন ছিল।
সাবেক ও বর্তমান ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের অন্তত ৫০ জন প্রার্থী ইতোমধ্যে নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছেন। তাদের মধ্যে অনেকেই মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন।
ঢাকা বিভাগ
নারায়ণগঞ্জ-৪ আসন: নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
নরসিংদী-৩ আসন: ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান।
নরসিংদী-৪ আসন: আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। তিনি বিএনপির সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক।
নরসিংদী-৫ আসন: ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।
টাঙ্গাইল-১ আসন: জোবাইর আল মাহমুদ রিজভী। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ছিলেন।
টাঙ্গাইল-৫ আসন: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। তিনি ছাত্রদলের সাবেক সভাপতি ও পরবর্তীতে যুবদলের সভাপতি পদে ছিলেন।
ঢাকা-৭ আসন: ইসহাক সরকার মনোনয়ন দৌড়ে আছেন। তিনি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পরবর্তীতে যুবদলেও সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন।
টাঙ্গাইল-৩: ঢাকা বিশ্ববিদ্যারয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ওবায়দুল হক নাসির।
ঢাকা-১০ আসন: ঢাকা বি্শ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম মনোনয়ন দৌড়ে রয়েছেন। তিনি বর্তমানে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।
ঢাকা-১৫ আসন: যুবদলের সিনিয়র সহ সভাপতি মামুন হাসান মনোনয়ন চাইছেন। তিনি যুবদলের সাংগঠনিক সম্পাদক পদেও ছিলেন।
ঢাকা-১৮ আসন: যুবদলের সাবেক সহ সভাপতি এস এম জাহাঙ্গীর নির্বাচন করতে চান।
সিলেট বিভাগ
হবিগঞ্জ-১ আসন: যুক্তরাজ্য যুবদলের সাবেক নেতা তালহা চৌধুরী।
মৌলভীবাজার-১ আসন: কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক শরীফুল হক সাজু।
সুনামগঞ্জ-১ আসন: কেন্দ্রীয় যুবলদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সরকার।
চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রাম-৩ আসন: ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক রফি উদ্দিন ফয়সাল।
নোয়াখালী-৫ আসন: ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপিত বজলুল করিম চৌধুরী আবেদ।
ফেনী-১: যুবদল ঢাকা দক্ষিণের সাবেক সভাপতি ও বর্তমান ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এই আসন থেকে ভোট করতে চান।
লক্ষ্মীপুর-৩: ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির মনোনয়ন অনেকটাই নিশ্চিত।
খুলনা বিভাগ
খুলনা-৩ আসন: বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। ১৯৮৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েই ফজলুল হক হল ছাত্রদল কর্মী হিসাবে ছাত্র রাজনীতি শুরু করেন তিনি। এরপর হল কমিটির সহ-সভাপতি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক, ফজলুল হক হল শাখা ছাত্রদলের নির্বাচিত জিএস, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দুবার সহ-সভাপতি ছিলেন।
খুলনা-৪ আসন: বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এই আসন থেকে মনোনয়ন দৌড়ে এগিয়ে। তিনি ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ছিলেন।
ঝিনাইদহ-২: ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিরুজ্জামান খান আলিম এই আসন থেকে ভোট করতে চান।
ঝিনাইদহ-৪ আসন: ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এই আসন থেকে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ করছেন। তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি পদে রয়েছেন।
যশোর-৬ আসন: ছাত্রদলের সাবেক সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণ যশোর ৬ আসন থেকে মনোনয়ন দৌড়ে রয়েছেন।
কুষ্টিয়া-১ আসন: শরীফ উদ্দিন জুয়েল। তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মাগুরা-২ আসন: ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন। ব্যতিক্রমী স্লোগান দিয়ে তিনি আলোচনায় এসেছেন।
সাতক্ষীরা-১ আসন: সাবেক ছাত্রদল নেতা ও দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান। এছাড়াও তিনি দিনকালের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সাতক্ষীরা-৩ আসন: ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক মির্জা ইয়াছিন আলী।
সাতক্ষীরা-৪ আসন: ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন।
বরিশাল বিভাগ
বরিশাল-৪ আসন: স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান। তিনি ছাত্রদলের সভাপতির দায়িত্বও পালন করেছেন।
বরিশাল-২ আসন: ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
ভোলা-৪ আসন: যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
পিরোজপুর-৩ আসন: কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এআর মামুন খান।
পটুয়াখালী-৩ আসন: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান আল মামুন নির্বাচন করতে চান।
ঝালকাঠি-২ আসন: মাহবুবুল হক নান্নু। তিনি যুবদল ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে ছিলেন।
রাজশাহী বিভাগ
সিরাজগঞ্জ-৫ আসন: ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম মনোনয়ন দৌড়ে রয়েছেন।
পাবনা-৩ আসন: কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন।
রাজশাহী-৩ আসন: জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান।
বগুড়া-৫ আসন: ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন।
সিরাজগঞ্জ-৬ আসন: কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি গোলাম সারওয়ার।
ময়মনসিংহ বিভাগ
নেত্রকোনা-৫ আসন: ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি শহীদুল্লাহ ইমরান।
ময়মনসিংহ-৬: সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা করিম সরকার মনোনয়ন পেতে চান।
ফরিদপুর বিভাগ (সাংগঠনিক)
ফরিদপুর-৩ আসন: যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান পিংকু।
ফরিদপুর-৪ আসন: শহীদুল ইসলাম বাবুল। তিনি ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমানে কৃষক দলের সাধারণ সম্পাদক।
মাদারীপুর-৩: ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
গোপালগঞ্জ-৩: স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এস জিলানী।
গোপালগঞ্জ-২ আসন: স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সরদার মো. নুরুজ্জামান।
তরুণ এই নেতারা মনোনয়ন দৌড়ে রয়েছেন। তারা মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী। তবে বিএনপি কেন্দ্রীয় নেতৃত্ব এখনও কারও মনোনয়ন নিশ্চিত করেনি। সূত্র : যুগান্তর