ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী: নিউইয়র্কে সৈয়দ তাহের

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির কথা জানিয়েছে জামায়াতে ইসলামী (Jamaat-e-Islami)। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের (Syed Abdullah Muhammad Taher) শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রস্তুতির কথা তুলে ধরেন।

সাংবাদিকদের প্রশ্নে তাহের বলেন, “ফেব্রুয়ারির একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আমরা সবাই তাতে একমত। আমরাও প্রস্তুতি নিচ্ছি। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আগে সমাধান করতে হবে। যেমন জুলাই সনদ—এ বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছালেও বাস্তবায়ন না হলে সেই ঐকমত্যের কোনো মানে থাকবে না।”

প্রধান উপদেষ্টার জাতিসংঘে দেওয়া বক্তব্য নিয়েও মত প্রকাশ করেন তিনি। তাহেরের ভাষায়, “প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, তাতে দ্বিমতের কিছু নেই। যদিও বিস্তারিত কিছু বলেননি, তবে ভাষণ ছিল অসাধারণ। বক্তৃতা প্রতিযোগিতা হলে তিনি নিশ্চিতভাবেই গোল্ড মেডেল জিততেন।”

প্রথমবার কোনো রাষ্ট্রপ্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিদের সফরসঙ্গী করেছেন—এটিকে ব্যতিক্রম এবং ইতিবাচক উদ্যোগ বলে মন্তব্য করেন জামায়াতের এ নেতা। তিনি জানান, ইনভেস্টর ফোরামে ব্যবসায়ীরা নীতির ধারাবাহিকতা চান। তখন প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেন, “আমরা যারা আউটগোয়িং এবং যারা ইনকামিং—সবাই এখানে।” তাহেরের মতে, এ বক্তব্য বিনিয়োগকারীদের মনে আস্থা তৈরিতে সহায়ক হয়েছে।

আসন্ন নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থা কার্যকর করার দাবিও পুনর্ব্যক্ত করেন সৈয়দ তাহের। তিনি উল্লেখ করেন, “ঐক্যমত্য কমিশনের বৈঠকে উপস্থিত ৩১টি দলের মধ্যে ২৫টি দল পিআরের পক্ষে মত দিয়েছে। কেউ উচ্চকক্ষে, কেউ দুই কক্ষেই—তবে সংখ্যাগরিষ্ঠের অবস্থান স্পষ্টভাবে পিআরের পক্ষে। তাই আমরা এ দাবি করছি।”

পিআর ব্যবস্থা কার্যকর না হলে জামায়াত নির্বাচনে অংশ নেবে কি না—এমন প্রশ্নে তাহের বলেন, “ইফ-বাট রাজনীতিতে নেই। আমরা দাবি জানিয়েছি, আশা করি সরকার মানবে। যেহেতু এটি জনগণের প্রয়োজন, তাই আমরা ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নেবো।”

এসময় জামায়াত নেতা নকিবুর রহমান তারেকও উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *