কুমিল্লা টাউন হল ময়দানে অনুষ্ঠিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভিন্ন এক চিত্র ধরা পড়ে। সম্মেলনের মঞ্চের পেছনে আসরের নামাজ আদায় করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ (Salahuddin Ahmed)। এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, আর সাধারণ মানুষের পাশাপাশি নেতাকর্মীদের কাছ থেকেও তিনি প্রশংসায় ভাসেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল তিনটায় শুরু হওয়া এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)। আর প্রধান বক্তার দায়িত্ব পালন করেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
নামাজ আদায়ের ঘটনাটি নিয়ে সম্মেলনস্থলে উপস্থিত কুমিল্লার শিপন আহমেদ বলেন, “নামাজের সময় হওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ নামাজ আদায় করছেন। খুবই সুন্দর দৃশ্য আমরা উপভোগ করলাম। এমন কর্মকাণ্ড নেতাকর্মীদের নামাজের প্রতি উৎসাহিত করবে।”
অন্যদিকে বিএনপি নেতা ওমর ফারুক জানান, “আসরের আজানের পরপরই সালাহউদ্দিন আহমেদ নামাজে দাঁড়িয়ে যান। একজন নেতার মধ্যে এমন গুণ থাকা কর্মীদের জন্য সত্যিই অনুপ্রেরণাদায়ক।”
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির এই দ্বিবার্ষিক সম্মেলনে সকাল থেকেই জমায়েত শুরু হয়। দুপুর বারোটা থেকে টাউন হল মাঠ ও আশপাশে ১৪টি ইউনিটের নেতাকর্মীরা অবস্থান নেন। সম্মেলনে অংশ নেন ১ হাজার ৪১৪ জন কাউন্সিলর ও ৫ হাজার ৮০০ জনেরও বেশি ডেলিগেট। এছাড়া কুমিল্লা কান্দিরপাড় এলাকাজুড়ে প্রায় অর্ধ লক্ষাধিক বিএনপি নেতাকর্মীর উপস্থিতি চোখে পড়ে।
সম্মেলন শেষে বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া নতুন কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে জাকারিয়া তাহের সুমনকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবং আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।