ভারতের সরকারি দপ্তর, বিশ্ববিদ্যালয়, পুলিশ বিভাগসহ হাজারো ওয়েবসাইট হ্যাকড হয়েছে। হ্যাকারদের দাবি, সম্প্রতি বাংলাদেশের একের পর এক ওয়েবসাইটে ভারতীয় হ্যাকারদের হামলার প্রতিক্রিয়াতেই এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে।
হ্যাকড হওয়া সাইটগুলোর তালিকায় উল্লেখযোগ্যভাবে রয়েছে হরিয়ানা বিধানসভা (Haryana Assembly)-এর সরকারি ওয়েবসাইট। কয়েকটি ওয়েবসাইট ঘুরে দেখা গেছে, সেখানে ঝুলছে ‘হ্যাকড বাই শেখ হাসিনা’ ব্যানার। একইসঙ্গে প্রদর্শন করা হচ্ছে গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)-র ছবি, যা সেই সময়কার জুলাই গণঅভ্যুত্থানের সাথে সম্পর্কিত।
ওই সাইটগুলোতে পালিয়ে যাওয়ার পর ছাত্র-জনতার দেওয়া শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-কে ঘিরে ব্যঙ্গাত্মক স্লোগানও যুক্ত করেছে হ্যাকাররা। শুধু তাই নয়, ভারতীয় হ্যাকারদের উদ্দেশে অবমাননাকর বার্তাও লিখে রাখা হয়েছে।
সতর্কবার্তায় হ্যাকাররা লিখেছে, “যদি বাংলাদেশের কোনো আইটি অবকাঠামো আবারো ভারতীয় হ্যাকারদের দ্বারা আক্রান্ত হয়, তবে ভারতীয় সাইবার স্পেসকে নরকে পরিণত করা হবে।” তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, “কোন দেশের ওয়েবসাইট সবচেয়ে দুর্বল, সেটা সবাই জানে।”
গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশি ওয়েবসাইটে ধারাবাহিকভাবে ভারতীয় হ্যাকারদের হামলার অভিযোগ উঠছিল। ধারণা করা হচ্ছে, এই প্রথমবার সংগঠিতভাবে পাল্টা জবাব দিয়েছে বাংলাদেশের হ্যাকাররা।
হ্যাকের প্রমাণ হিসেবে হ্যাকাররা তাদের টেলিগ্রাম চ্যানেল OpChaWala-তে লিংক পোস্ট করেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লিংকগুলোতে হ্যাকড ওয়েবসাইটের নোটিশ দৃশ্যমান ছিল।