অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus) চাইলে সরাসরি আওয়ামী লীগের প্রধানের দায়িত্ব নিতে পারেন—এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদ (Gono Adhikar Parishad)-এর সাধারণ সম্পাদক রাশেদ খান (Rashed Khan)। তার দাবি, অন্তর্বর্তী সরকার এখন আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ করছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে রাশেদ খান লিখেন, তিনি মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টাকে আওয়ামী লীগের প্রধানের দায়িত্ব দেওয়া সম্ভব। তার ভাষায়, প্রধান উপদেষ্টা নিজেও চাইলে এই দায়িত্ব নিতে পারেন।
ফেসবুক স্ট্যাটাসে তিনি আরো অভিযোগ করেন, ১৪ মাস ধরে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের পুনর্বাসনে কাজ করেছে। এখন তারা চাইলে দলের পুনর্গঠনের কাজও হাতে নিতে পারে। তবে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে বিপ্লবী জনগণের চোখে ধুলা দেওয়ার কোনো অর্থ হয় না বলেও উল্লেখ করেন তিনি।
স্ট্যাটাসের সঙ্গে রাশেদ খান একটি পত্রিকার ফটোকার্ড শেয়ার করেন, যেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্ধৃত করে বলা হয়েছে—আওয়ামী লীগ দল হিসেবে বৈধ, তবে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যেকোনো সময় এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে।
প্রধান উপদেষ্টার এমন বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে তীব্র আলোচন-সমালোচনা।