শাপলা প্রতীক পেতে আর কোনো আইনি-রাজনৈতিক বাধা নেই, দাবি এনসিপির

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, তাদের শাপলা প্রতীক পেতে এখন আর কোনো আইনি বা রাজনৈতিক প্রতিবন্ধকতা নেই। দলটির পক্ষ থেকে বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ দাবি জানানো হয়।

এর আগে একই দিন দুপুরে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছিলেন, “শাপলা প্রতীক যদি তাদের (এনসিপি) দেওয়া হয়, কোনো মামলা করব না।” মান্নার এই ঘোষণার পর এনসিপি প্রকাশ্যে জানায় যে, আর কোনো বাধা নেই প্রতীক বরাদ্দে।

এনসিপি তাদের ফেসবুক পোস্টে লিখেছে, “প্রথমে নির্বাচন কমিশন বলেছিল, আইনি বাধা আছে। আমাদের লিগ্যাল উইং স্পষ্ট করে বুঝিয়ে দেয় যে, আইনি কোনো প্রতিবন্ধকতা নেই। পরে কমিশন বলে রাজনৈতিক বাধা রয়েছে। আমরা প্রশ্ন করি, কী বাধা? তারা জবাবে জানায়, নাগরিক ঐক্য এর আগেই শাপলা প্রতীক দাবি করেছে। তাই আগে তাদেরই দিতে হবে। কিন্তু আজ যখন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঘোষণা করলেন যে, প্রতীক এনসিপিকে দিলে তারা মামলা করবেন না, তখন রাজনৈতিক বাধাটিও আর রইল না।”

ফেসবুক পোস্টে এনসিপি নির্বাচন কমিশনকে উদ্দেশ করে আরও লেখে, “আমরা নির্বাচন কমিশনকে স্পষ্ট বলতে চাই, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নিরপেক্ষতা বজায় রাখুন। স্বেচ্ছাচারিতা থেকে বের হয়ে আসুন। দলীয় প্রভাব এড়িয়ে জনগণ ও রাষ্ট্রের সত্যিকারের প্রতিষ্ঠান হয়ে উঠুন।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *