আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান (Tarique Rahman) দলের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির (Humayun Kabir)। বৃহস্পতিবার (২ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
হুমায়ুন কবির বলেন, “ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করবে। যেহেতু তিনি দলের নেতৃত্ব দেবেন, সেজন্য তার দেশে আসাটা স্বাভাবিক। তিনি আসবেন। ডেট যখন ফিক্সড হবে, তখন আপনারা জানতে পারবেন।”
প্রবাসীদের দাবি-দাওয়ার প্রসঙ্গেও কথা বলেন তিনি। হুমায়ুন কবির জানান, “প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদে (UNGA) বক্তব্য রাখার সময় প্রবাসীদের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরেছেন। আমরা, বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি, প্রবাসীদের দাবি-দাওয়া সমর্থন করেছি যাতে তা বাস্তবায়িত হয়। প্রধান উপদেষ্টা সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন। এতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ঐক্যবদ্ধ অবস্থান এবং উচ্চ মর্যাদা প্রদর্শিত হয়েছে।”
এছাড়া, গত ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের ওপর হামলার ঘটনাও উল্লেখ করেন তিনি। হুমায়ুন কবির বলেন, “ডিম ছুঁড়ে মারার মতো ঘটনা দেশের ভাবমূর্তি নষ্ট করে না। বরং এতে আবারও প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের ফ্যাসিস্ট চরিত্র।”