নাহিদকেই ব্যাখ্যা দিতে হবে—‘সেফ এক্সিট’ কারা চায়, প্রশ্ন রিজওয়ানা হাসানের

দেশের রাজনৈতিক অস্থিরতার নানা ঝড়-ঝঞ্ঝায় কখনও পালিয়ে না যাওয়ার দৃঢ়তা প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান (Syeda Rizwana Hasan)। তিনি স্পষ্টভাবে জানান, অতীতের মতো ভবিষ্যতেও তিনি দেশেই থাকবেন।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এনসিপি (NCP)-এর আহ্বায়ক নাহিদ ইসলামকেই এখন পরিষ্কার করতে হবে, কারা ‘সেফ এক্সিট’ বা নিরাপদ প্রস্থান চায়।” সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এভাবেই নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি।

রিজওয়ানা হাসান আরও বলেন, এই অন্তর্বর্তী সরকারের অধীনে তারা একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চান। সরকারের দিক থেকে নির্বাচন কমিশনকে (ইসি) সর্বোচ্চ সহযোগিতা দেয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। তাঁর ভাষায়, “কোন দল নির্বাচনে অংশ নেবে, তা একান্তই আইনি প্রক্রিয়া ও রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়।”

উল্লেখ্য, সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম দাবি করেছিলেন—“উপদেষ্টাদের অনেকেই নাকি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করেছেন, এমনকি কেউ কেউ নিজেদের সেফ এক্সিট নিয়েও ভাবছেন।” সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই রিজওয়ানা হাসানের এই মন্তব্য এসেছে, যা এখন রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *