‘শুধু হাসিনা বললে সম্মান দেওয়া হবে, তাকে মনস্টার হাসিনা বলতে হবে’: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir) বলেছেন, “হাসিনাকে শুধু ‘হাসিনা’ বললে একটু সম্মান দেওয়া হবে, এখন তাকে ‘মনস্টার হাসিনা’ বলতে হবে।” শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় বক্তৃতার শুরুতেই মির্জা ফখরুল জোর দিয়ে বলেন, গণতন্ত্রে ফেরার একমাত্র পথ হলো একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। তার ভাষায়, “গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার একমাত্র পথ হচ্ছে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। গণতন্ত্রের জন্য বিকল্প কোনো পথ নেই। যতই সংস্কার করি, বুদ্ধিজীবীরা মিলে কৌশল আবিষ্কারের চেষ্টা করি না কেন, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত গণতন্ত্রে ফিরে যাওয়া সম্ভব নয়।”

তিনি বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রকামী ও স্বাধীনতাপ্রেমী জাতি। তারা বারবার সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য। “দুর্ভাগ্য হচ্ছে, সেই লড়াইয়ে মানুষ বারবার হোঁচট খেয়েছে। কিন্তু যতবার হোঁচট খেয়েছে, ততবার উঠে দাঁড়িয়েছে এবং আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছে,”—বলেন বিএনপির এই শীর্ষ নেতা।

এরপর সরকারপ্রধানকে ইঙ্গিত করে ফখরুল বলেন, “হাসিনাকে শুধু ‘হাসিনা’ বললে সম্মান দেওয়া হবে, এখন তাকে ‘মনস্টার হাসিনা’ বলতে হবে। মনস্টার হাসিনা দেশের সবকিছু তছনছ করে দিয়েছে—বিচারব্যবস্থা, প্রশাসন, নির্বাচন ব্যবস্থা, অর্থনীতি, স্বাস্থ্য ও শিক্ষা—কোনো খাতই বাদ নেই।”

জুলাই আন্দোলনকে নিজেদের আন্দোলন বলে দাবি করা কিছু সংগঠনের প্রতিও তিনি কটাক্ষ ছুড়ে দেন। বলেন, “গণতন্ত্রের জন্য বিএনপি সমগ্র সময় ধরে লড়াই করেছে। কিছু মানুষ এখন সে আন্দোলনকে নিজেদের বলে চালাতে চায়, কিন্তু ইতিহাস জানে কে প্রকৃতভাবে গণতন্ত্রের জন্য রাস্তায় থেকেছে।”

সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী (Nasiruddin Patwari)-এর বক্তব্য নিয়েও কঠোর সমালোচনা করেন ফখরুল। এনসিপিকে শাপলা মার্কা না দিলে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীক বাতিলের আহ্বান জানানোর বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “ভাই, আমরা তো তোমাদের মার্কায় বাধা দিইনি। কোন মার্কা তোমাদের দেবে, তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। অযথা বিএনপির ধানের শীষ নিয়ে টানাটানি কেন? কারণ ধানের শীষ এখন অপ্রতিরোধ্য—সারা দেশে ধানের শীষের স্লোগান উঠেছে।”

সভাটি ছিল একেবারে রাজনৈতিক আবেগে পরিপূর্ণ, যেখানে মির্জা ফখরুল সরকারের সমালোচনার পাশাপাশি দলের লড়াইয়ের ধারাবাহিকতা নিয়েও কথা বলেন।

বার্তা বাজার/এস এইচ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *