দেশের আলোচিত ও বিতর্কিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি (Robaayat Fatima Tuni) আবারও বিয়ের পিঁড়িতে বসলেন। তনির নতুন স্বামীর নাম মো. সিদ্দিক। সম্প্রতি স্বামীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তনি, যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
অন্যদিকে, সিদ্দিকও নিজের ফেসবুক-এ একই ছবিগুলো পোস্ট করে স্ত্রীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়েছেন। রবিবার দিবাগত রাতে (১৩ অক্টোবর) তিনি লেখেন, “আরও একটি বছর পেরিয়ে গেল, কিন্তু মনটা এখনও তরুণ। আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তোমায় অনেক ভালোবাসি।” এই পোস্টের পর থেকেই দম্পতিকে ঘিরে নেটিজেনদের আগ্রহ আরও বেড়ে যায়।
তনি তার নিজের পোস্টে স্বামীকে উদ্দেশ্য করে লিখেছেন, “জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদ্যাপনের জন্য বছরে একটা দিনই যথেষ্ট নয়।” তার এই বার্তায় অনেকে শুভেচ্ছা জানালেও, কেউ কেউ আবার পুরোনো বিতর্কের প্রসঙ্গও তুলেছেন মন্তব্যের ঘরে।
গত বছরের ৭ অক্টোবর ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তনির দ্বিতীয় স্বামী ও ব্যবসায়ী শাহাদাৎ হোসাইন (Shahadat Hossain)। তাঁর মৃত্যুর পর এক দীর্ঘ সময় নীরব ছিলেন তনি। শাহাদাতের সঙ্গে তনির বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ঘিরে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। ফেসবুক লাইভে এলে বা কোনো প্রকাশ্যে বক্তব্য দিলে প্রায়ই তাঁকে নানারকম ট্রল ও কটাক্ষের মুখে পড়তে হয়েছে।
এর আগেও একবার ব্যর্থ বৈবাহিক জীবন পেরিয়ে আসেন তনি। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদ ঘটে তাঁদের মধ্যে। পরে ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। শুরুতে পরিবার মেনে না নিলেও, পরবর্তীতে সব কিছু গুছিয়ে নিয়েছিলেন তনি। এবার আবারও নতুন জীবনের অধ্যায়ে পা রাখলেন এই উদ্যোক্তা, তবে আগের মতোই তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চলছে সামাজিক মাধ্যমে নানা আলোচনা।