বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক এবং জেলা কমিটির সাবেক সদস্য সচিব শাকিব খানকে সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত তিনটার দিকে শহরের নারুলী এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। শাকিব খান নারুলী এলাকার ফরহাদ খানের ছেলে।
২০২৪ সালের জুলাইয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে শাকিবের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। বগুড়ায় শিক্ষার্থীদের নেতৃত্ব দিতে গিয়ে তিনি হয়ে উঠেছিলেন আন্দোলনের মুখপাত্র। সেই সময় তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (Anti-Discrimination Student Movement) বগুড়া জেলা কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাব্বি হাসান মণ্ডল জানান, “শাকিব প্রথম থেকেই সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। শিক্ষার্থীদের অধিকার আদায়ে সে সব সময় সামনে থেকেছে।”
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান বলেন, “শাহবাগ থানার একটি দল তাকে সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তার করেছে। তারা জেলা পুলিশকে বিষয়টি অবহিত করেছে। তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে আমাদের কাছে বিস্তারিত তথ্য নেই।”
শাহবাগ থানার ওসি খালিদ মুনসুর বলেন, “সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলার ভিত্তিতে শাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশই মামলার বাদী। আজই তাকে আদালতে হাজির করা হবে।”
শাকিবের গ্রেপ্তারের ঘটনায় বগুড়া শহরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাধারণ ছাত্র ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সাইবার সুরক্ষা আইন বাতিল ও শাকিব খানের মুক্তির দাবিতে মঙ্গলবার বিকেলে বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন স্থানীয় ছাত্র-জনতা।