গত ১৫ মাসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যে সেবা দিয়েছেন, তা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম (Shafiqul Alam)। সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “উপদেষ্টারা দেশের ক্রান্তিকালে হাল ধরেছিলেন। তারা যে দায়িত্ব পালন করেছেন, এটা জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”
তার ভাষ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের চলমান যাত্রা এখন সফলতার খুব কাছাকাছি। এক প্রতীকী বক্তব্যে তিনি বলেন, “পুরনো বাংলাদেশের যে ঘাটের চিত্র, আমরা সে ঘাটের কাছাকাছি আছি। আমরা ঘাটটা দেখতে পাচ্ছি। নৌকা কিছুদিন পর সেখানে ভিড়বে। অনেক মেঘ ছিল, এখন মেঘগুলো চলে গেছে। শরতের শুভ্র আকাশ আমরা দেখতে পাচ্ছি।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন, সামনে একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে।
সংস্কার ও বিচারেই ছিল অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট
প্রেসসচিব শফিকুল আলম বলেন, “আমাদের ম্যান্ডেট ছিল সংস্কার করা, এবং শেখ হাসিনার (Sheikh Hasina) সময়ের গুম-খুনের বিচার করা।” তিনি জানান, এসব কাজের অনেকটাই ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। “দুইটি কাজ আমরা প্রায় শেষ করে ফেলেছি,”—বলেই তিনি জানান, ভালো নির্বাচনের জন্য প্রস্তুতিও প্রায় চূড়ান্ত পর্যায়ে।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, “কয়েকটি রাজনৈতিক দল ছাড়া সবাই জুলাই সনদে (July Charter) স্বাক্ষর করেছে।” সেই সূত্র ধরেই তিনি আশাবাদী, শিগগিরই নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হবে এবং দেশবাসী একটি গ্রহণযোগ্য নির্বাচন পাবে।