বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক (M A Malek) অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল ভারতের ওপর নির্ভর করে ক্ষমতায় আসার পরিকল্পনা করছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা (South Surma Upazila, Sylhet) এলাকায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এ সময় এম এ মালেক বলেন, বিএনপি (BNP) জাতীয়তাবাদে বিশ্বাসী একটি দল। তিনি স্পষ্টভাবে জানান, বিএনপি সমতার ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায়, কারও ওপর নির্ভর করে নয়।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশ ভারত (India) যেন সংযত থাকে—এটাই আমাদের প্রত্যাশা।” তিনি মনে করেন, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের রাজনৈতিক সিদ্ধান্তে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয়।
সংবাদ সম্মেলন শেষে এম এ মালেক সিলেট-৩ আসনের বিভিন্ন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের মধ্যে টিউবওয়েল বিতরণ করেন।


