জামায়াত-মওদুদীপন্থীরা মুসলমানদের ঈমানহারা করতে চায়: হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী

জামায়াতে ইসলামীর অনুসারী ও মওদুদীপন্থীদের তীব্র সমালোচনা করে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী (Shah Muhibbullah Babunagari) বলেছেন, “এরা মুসলমানদের ঈমানহারা করতে চায়।” তিনি অভিযোগ করেন, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কটূক্তি করে এ গোষ্ঠী ইসলামকে দুর্বল করার অপচেষ্টা চালাচ্ছে।

বুধবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় আল-আমিন সংস্থার আয়োজনে হাটহাজারী হাইস্কুল মাঠে তিন দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন প্রবীণ আলেম মুহিব্বুল্লাহ বাবুনগরী।

তিনি বলেন, “রাসূল (সা.)–এর সাহাবীগণ আমাদের জীবনের পথপ্রদর্শক। অথচ জামায়াত-মওদুদীবাদীরা সাহাবায়ে কেরামের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করছে। কেউ হযরত খাদিজা (রা.)-কে নামাজ-রোজাহীন বলছে, কেউ রাসূল (সা.)-কে রাখাল বা সাংবাদিক বলছে। এদের গালমন্দ না করলে কাদের করব?”

বাবুনগরী আরও বলেন, “এরা বেঈমানের জাত। এদের থেকে মুসলমানদের ঈমান রক্ষা করতে আলেম-ওলামাদের সজাগ থাকতে হবে। সাহাবায়ে কেরাম (রা.) সম্পর্কে অপমানজনক মন্তব্য করে কেউ খাঁটি মুসলমান থাকতে পারে না। যে বা যারা সাহাবীদের সম্মান নষ্ট করে, তাদের বিরুদ্ধে আলেম সমাজকে রুখে দাঁড়াতে হবে, না হলে ইলম গোপনের দায়ে কিয়ামতের দিনে জবাবদিহি করতে হবে।”

তিনি কুরআনের আলোকে বলেন, “সিরাতুল মোস্তাকিম অর্থাৎ সঠিক পথের দিশা সাহাবায়ে কেরামই দিয়েছেন। তাঁদের অনুসরণ করলেই জান্নাতের পথ সহজ হবে। রাসূল (সা.) ও সাহাবীদের জীবনাদর্শই আমাদের মুক্তির পথ।”

মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা শোয়াইব জমীরী এবং সঞ্চালনায় ছিলেন মাওলানা রিজওয়ান আরমান। তাফসীর মাহফিলে আরও উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত আলেমগণ, যাঁদের মধ্যে ছিলেন আল্লামা কুতুবউদ্দীন নানুপুরী, মুফতী মুস্তাকুন্নবী কাসেমী, মাওলানা রেজাউল করিম আবরার, মুফতী রাশেদ, মাওলানা ইসমাঈল খান, মুফতী রাফি বিন মুনির, মাওলানা আনোয়ার শাহ আজহারী, মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী, মাওলানা শোয়াইব আলমপুরী, মাওলানা মোহাম্মদ, মাওলানা এরশাদুল্লাহ প্রমুখ।

মাহফিলে পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতের তাফসীরের মাধ্যমে বক্তারা বলেন, “আমাদের পরিচয় আমরা মুসলমান। রাসূল (সা.) ও সাহাবীগণ (রা.) আমাদের আদর্শ। পবিত্র কুরআন আমাদের জীবনবিধান। তাই আমাদের সঠিক পথে পরিচালনার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে।”

অনুষ্ঠানে দূরদূরান্ত থেকে আগত হাজারো তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *