সেনা অভিযানে একতা এক্সপ্রেসের চালের বস্তায় মিলল পিস্তল ও ককটেল

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে সেনাবাহিনীর বিশেষ অভিযান চালিয়ে একতা এক্সপ্রেস ট্রেনের চালভর্তি বস্তার ভেতর থেকে লুকিয়ে রাখা দেশীয় পিস্তল, একটি রাউন্ড অ্যামুনিশন এবং চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল আটটার দিকে উত্তরা আর্মি ক্যাম্পের অধীনে থাকা ৬ স্বতন্ত্র এডি ব্রিগেড (6 Independent AD Brigade)-এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। ব্রিগেডের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

সেনাবাহিনী জানায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস (Ekota Express)-এর কয়েকটি বগিতে তল্লাশি চালানোর সময়ই অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের সন্ধান মেলে। অভিযান চলতে থাকলে সন্দেহভাজন চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যাওয়া হয় উত্তরা আর্মি ক্যাম্পে—যা রাজধানীর গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর একটি হিসেবে পরিচিত। সামরিক সূত্র নিশ্চিত করেছে, জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে প্রাথমিক কিছু তথ্য পাওয়া গেছে, যা পরবর্তী তদন্তে কাজে লাগানো হবে।

প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ জানান, ট্রেনটি যখন পার্বতীপুর রেলস্টেশনে পৌঁছায়, তখন ৩–৪ জন ব্যক্তি কিছু চালের বস্তা একটি নির্দিষ্ট বগিতে রাখেন এবং দ্রুত সরে যান। পরে সেই বস্তাগুলোর মধ্য থেকেই উদ্ধার করা হয় পিস্তল, অ্যামুনিশন ও ককটেল। স্থানীয় যাত্রীরা ঘটনার সময় আতঙ্কিত হয়ে পড়েন বলেও জানা গেছে।

সেনাবাহিনী আরও জানায়, এই ঘটনার সঙ্গে জড়িত নাশকতাকারীদের শনাক্তে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। তাদের বক্তব্য, জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সব সময় সতর্ক অবস্থানে থাকে, এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বার্তা বাজার/এস এইচ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *