বিএনপি প্রার্থী তুলির সমর্থনে তারেক রহমানকে খোলা চিঠি এসএ খালেকের ছেলে মহসীনের

ঢাকা-১৪ আসনে বিএনপি (BNP) প্রার্থী সানজিদা ইসলাম তুলি-কে সমর্থন জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)-কে খোলা চিঠি দিয়েছেন কানাডা প্রবাসী সৈয়দ মহসীন। তিনি প্রয়াত পাঁচবারের সংসদ সদস্য এসএ খালেকের ছেলে। চিঠির বিষয়বস্তু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে তিনি নিজেই তা নিশ্চিত করেছেন।

চিঠিতে মহসীন বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, “ঢাকা-১৪ আসনে ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিকে প্রার্থী করায় ধন্যবাদ। তিনি গুম হওয়া স্বজনদের আন্দোলনকে দেশ-বিদেশে তুলে ধরেছেন। তার মধ্যে আমি দেখি জিয়াউর রহমানের সততা, খালেদা জিয়ার সাহস আর আপনার নিষ্ঠার প্রতিচ্ছবি।” তিনি আরও লেখেন, “ধানের শীষের পরিবারের একজন হিসেবে আমরা তুলিকে বিজয়ী করতে সর্বাত্মকভাবে কাজ করব।”

চিঠির একটি বড় অংশ জুড়ে ছিল তার ছোট ভাই এসএস সিদ্দিক সাজুর বিরুদ্ধে অভিযোগ। তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত না মেনে সাজু তুলি-বিরোধী মশাল মিছিল ও অপপ্রচারে অংশ নিচ্ছেন, যা বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি চরম অবমাননার শামিল। তার দাবি, সাজুর এসব কাজ খালেক পরিবারের অবস্থানের প্রতিনিধিত্ব করে না।

চিঠির শেষাংশে মহসীন বলেন, “তারেক রহমান সাহেব, খালেক পরিবার ধানের শীষের পরিবার। সাজু আমাদের পরিবারের মুখ নয়। আমরা ন্যায়বিচার চাই এবং বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে যেকোনো কর্মকাণ্ড থেকে খালেক পরিবার সবসময় নিজেকে দূরে রাখবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *